Saturday, 5 May 2018

এ কে আপনাদের অসহায় ধর্ষিতা কন্যা

এ কে আপনাদের অসহায় ধর্ষিতা কিশোরী কন্যা ?

শ্যামল সোম

উদাসিন এই সমাজে নেই কোন বয়ান
বারে বারে মোমবাতির মৌন মিছিল
ধিক্কার শ্লোগানে থামে না যৌন নিগ্রহ,
নারী হয়ে জন্ম গ্রহণ কি অপরাধ ঈশ্বর
নিরুত্তর, সভ্যতা এ ভয়ানক এক সংকট।
সম্প্রতি পৃথিবীর বুকে নেমে এসেছে সত্যি
সেই প্রাচীন  আদিম যুগের পুনরাবৃত্তি ,
তৎকালে নারীর প্রতি সহিংসতা ধর্ষণ,
যখন তখন টেনে নিয়ে যেত অরণ্যে।
এখন অভয় অরণ্যে ধর্ষকে অবসাদে
বিচরণ, প্রতিিক্ষণে আতঙ্কিত জীবন।
বিগত বছরের নেই কোন পরিসংখ্যান,
গোপনে শতসহস্র বার নেওয়া বয়ান,
লিপিবদ্ধ করতে  বিকৃত  প্রশ্ন বানে,
জর্জরিত এ কি  সাংঘাতিক নির্যাতন ।
জবান বন্দি, এ মুহূর্তে ঝড়ে বৃষ্টি রাতে
শয়তানের   নানা ফন্দি ফিকির করে
বিকৃতির প্রকৃতি জানোয়ারের চলেছে
মহানন্দে উল্লাসে প্রতি নিয়ত   গণধর্ষণ।
ধর্ষিতা কিশোরী ফ্যালফ্যাল করে তাকিয়ে
আছে আমার দিকে, দু নয়নে ঝরে জল
আজ কি আসেনি সময় মানুষের কিছু বল?

No comments:

Post a Comment