কবি নও তুমি অবলা নারী
শ্যামল সোম
তোমার কাব্যময়তায় মগ্ন
মন ছুঁয়ে যায় অনবদ্য
লিখনে কাব্যে শব্দের
অক্ষরে অক্ষরে জ্বালায়
সুপ্ত ভাবনাকে প্রকাশের
আলোকে উদ্ভাসিত হয়ে
নির্মূল করো উদ্ধত পৌরুষ।
নারী নির্যাতন প্রতিরোধ
গড়ে উঠুক কাব্য লিখনে।
পুরুষ তান্ত্রিক সমাজের
অবক্ষয়ের পথে ধাবিত,
আজ কলম হোক তোমার
হাতিয়ার শব্দের অক্ষরে,
প্রতিনিয়ত সংগ্রাম করে
বিবর্তন একে রক্ষা করো।
বিদ্ধ করো অন্যায় সহিংসতা,
গর্জে উঠুক কাব্য তীক্ষ্ম বাণ।
হে কবি ও সাহিত্যের অঙ্গনে
কাণ্ডারী সাহিত্য জগতে প্রাণে
উজ্বল নক্ষত্র জ্বলবে মমনে,
পাঠকের হৃদয়ে ঋদ্ধ হওয়া
প্রতিটি কবিতায় মুগ্ধতায় মন,
নিরন্তর শুভ কামনা রইলো।
No comments:
Post a Comment