Sunday, 27 May 2018

বেশি দূরে যেও নাকো তুমি

বেশি দূর যেও নাকো তুমি

শ্যামল সোম

সাম্রাজ্যবাদীদের শক্তি প্রদর্শন
দেশে দেশে উপনিবেশ স্থাপন
বিলুপ্ত সভ্যতা সংকটে ভুগছে
মানুষের বৃথা আস্ফালন গেছে,
মানবিকতা সমর শয্যায় নীরব।
কতদূর যেতে পারে সে মানুষ
আকাশে ভেসে যায় ঐ ফানুষ,
কৃত্রিম উপগ্রহ পাঠাতে পারো
পৃথিবীর বাহিরে ফিরে না এলে
মহাশূন্যে কখন হয় কি বিলীন
মলিন হয়ে মুখ নিয়ে ফেরে সে
পালিয়ে ছিল কান্ডজ্ঞান প্রেমে।
ভালোবাসার ধোঁকা শুঁয়োপোকা
কালো টেরেনটুলা মাকড়সা এ
কি অতৃপ্ত আত্মা ফিরছে ঘরে
সংসারে অভাব অনটনে পড়ে
ফাঁদে ফেলে মায়াজালে বিভোর
দূরে কোথাও হারিয়ে যাওয়া তোর
এই বাসনা পূরণ করতে বেশীদূর
আর যেও না, হয়তো ফিরতে হবে
মান সম্মান ইজ্জত সব হারিয়ে কবে
শুনেছে পুরুষের কে দিয়েছে দোষ
কখন প্রেয়াসী কি পেয়েছে প্রতীম
প্রেম খুঁজতে বেশিদূরে যেও না, সে
আপন অন্তরে অন্তরে হৃদয় জুড়ে

No comments:

Post a Comment