Sunday, 6 May 2018

প্রতিধ্বনিত আর্তনাদ শুনি

প্রতিধ্বনিত আর্তনাদ শুনি প্রতি রাতে

স্বপ্নে নয় প্রতি গভীর রাতে প্রতিধ্বনিত
আর্তনাদ শুনি প্রতি রাতে কৈশোর  উত্তীর্ণা
তন্বী তরুণী উজ্বল পূর্ণিমায় অর্ধ নগ্ন শরীরে
" বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও !"
চিৎকার করে আর্তনাদ করে সেই রাতে নীরবে
দেখেছি দোতলার বারান্দায় দাঁড়িয়ে অসহায়
এ ভয়ার্ত বৃদ্ধের হৃদয় থরথর করে কাঁপছে ভয়ে,
বিস্ময়ে বাকরুদ্ধ গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
প্রাণ  না নারীর  আত্মসম্মান বাঁচাতে ছুটছে নারী
পেছনে ধেয়ে আসছে ভয়ঙ্কর ক্ষমতাসম্পন্ন ধর্ষক
বিকৃত মনস্ক অমানুষেরেরা গণধর্ষনে লালসার
নারী শিকার উৎসব শহরে এই খোলা রাজপথে,
নিয়ন্ত্রণ বাতির উজ্বল আলোয় আলোয় ফুটপাতে
আলোকিত শান বাঁধানো চাতালে ধরে ফেলে টেনে
আনে, শহরের নির্মীয়মান বিশাল আকাশ চুম্বি ফ্লাটে।
এ কিশোরী যুবতী নির্যাতন ধর্ষণ প্রাক্কালে আর্তনাদ
শোনা যায়, " বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও "
কখন গ্রামে নদীর পারে বাঁশ বাগানে ভগ্ন মন্দিরে
ধান খেতে কালভার্টে, অফিসে স্কুলে কলেজে
দেশে দেশে নানা কলেজে বিশ্ববিদ্যালয়ে ঘরে ঘরে
বার বার শুনি ধর্ষিতা আর্তনাদ হাহাকার স্পষ্টই
প্রতীয়মান  প্রতি রাতে চলছে যেন উৎসব গণধর্ষণ।
গণধর্ষণে ধর্ষিতা  আর্তনাদ সাথে বাদ্য যন্ত্র হারমনি,
এ নব্য সঙগীতে তালে তালে দুলে দুলে প্রকাশ্যে এই
যুগলে আলিঙ্গনে আদরে আদরে প্রেমের চুম্বন চুম্বনে
দুইদৃশ্যে অভিনয়  নয় সত্য ঘটনা ঘটেছে প্রতিনিয়ত।
নীরবে ব্যথা বেদনা নৈরাশ্য বিষাদমাখা হতাশায় ডুবে
নিমজ্জিত হয়ে আছি মাত্র জননী মৃত্যুর অপেক্ষায়।

No comments:

Post a Comment