সে আমার গোপন আরাধ্য প্রেম
শ্যামল সোম
কীর্তনখোলা নদীর বহমান স্রোতে পড়ে, সূর্যোদ্বয়ের ভোরে হীমেল হাওয়ায়।
কুয়াশার আড়ালে, ঐ গাছের তলায় তোমাকেই দেখেছিলাম,
তুমি মুখ ফিরয়ে বহমান নদীর ধারে দাঁড়িয়েছিলে,ভাবে
আত্মমগ্ন, ম্লান দৃষ্টি নিয়ে বেদানার্ত সজল চোখেো খে দেখেছিলামে আমার
ছলাৎ ছলাৎ বহমান দেহে বহমান রক্তের শিরায় শিরায়
আমার হৃদয়ের গোপন প্রেমের উন্মীলিত স্বপ্নচারিনীকে ঊষসী আমার প্রথম প্রেম।
এ জীবনের চলার পথের শেষে অনেক দেরীতে শেষ লগ্নে কেন
এলে তুমি হে প্রেম ?
এসে আমাকে হে নারী ভালোবেসে অনাদায়ে ফেলেছিলে আপন
মহিমায় মহিমান্বিতা।
আমার হৃদয়ের স্পন্দন তুমি, এ প্রেম রেখে গেলাম।
কীর্তনখোলা নদীর স্রোতে ভেসে যাচ্ছি।
ভালো থেকো তুমি, ভালো থেকো বাংলাদেশ
খুব ভাল থেকো গো, আমার ময়মনসিংহ,
সোমেশ্বরী শীতলক্ষা, কর্ণফুলী নদী, সুন্দরবনের
প্রত্যন্ত গহীন জঙ্গলে প্রাচীন গাছ গাছালি।
নিশ্চয়ই ফিরবো আগামী জন্মে তোমাকেই পাবো
নিশ্চিত জেনো আমাদের জন্মান্তরের প্রেম বৃথা
যাবে নাগো তুমি তো জানো কি ভীষণ প্রানীত প্রাণে
ভালোবাসি তোমাকে।
No comments:
Post a Comment