Saturday, 5 May 2018

আমার বড়ই নগণ্য জীবন

আমার বড়ই নগণ্য জীবন

শ্যামল সোম

এ জীবন এতই নিষ্ঠুর যন্ত্রনাময়
শৈশবেই মাতৃভূমি থেকে পরায়ণ,
দেশভাগে শরণার্থী শিবিরে আশ্রয়,
দারিদ্র অভাবে ক্ষুধার্ত শৈশবে মনে
মাঝে মধ্যে ফেলে আসা সেই গ্রামের
কীতৃন খোলা নদী পারে চলে যাওয়া।
সবুজের সমাহারে  ফসলের চাষাবাদ,
খোলা মাঠে ঝড়ে বৃষ্টিতে ভেজা শৈশব
স্বপ্নে ছেঁড়া কাঁথা জড়িয়ে শীতের রাত।
কৈশোর থেকেই লেখালেখি বৃথা প্রয়াস
কবি হওয়ার ব্যর্থ বাসনা শিশু শ্রমিক
হয়ে পরিবারের সারে বস্তিতে বসবাস।
সামান্য কিছু পড়াশোনা,নিয়ত মন্তাজ
নষ্ট স্বপ্ন দারিদ্র খাদ্যাভাব নিগ্রহ শ্রমে
মূল্যে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকা নিত্য
দারিদ্র সঙ্গী, সহবত কোন তন্বী তরুণী
যুবতীকে দূর থেকে দেখে শতসহস্র কাব্য
অসমাপ্ত প্রেমে কবিতা হয়ে যায় হৃদয়ে
যুবতীকে আলিঙ্গনে চুম্বনে আস্বাদন এ
শুধুই দীর্ঘশ্বাস আকাশকুসুম কল্পনায়,
অসমাপ্ত আত্মজীবনী লেখা আর হলো না।

No comments:

Post a Comment