Sunday, 27 May 2018

লতায় পাতায় চারুলতা

লতায়  পাতায় চারুলতা

শ্যামল সোম

তুমিই আমার গোপন প্রেম
তোমাকে  ভালোবাসিলেম
এ প্রেমে মমনে গাঁথা হলেম।
তোমার চিন্তনে, প্রতিক্ষণ
প্রতীক্ষায় রইলাম কথাশিল্পী
না না নেই কোন প্রত্যাশা এ
পূরণ অভিলাষ, ভালোবাসা
একান্ত আত্মা আত্মীয় স্বজন।
সে তুমি তোমাকে শুধু দূর থেকে
মুগ্ধ বিস্ময়ে হয়ে তাকিয়ে দেখি
ছবি সে তুমি না কায়াহীন ছায়া?
না  কাছে যাওয়ার নেই সম্ভবনা
সত্যি সত্যি সত্যি না নেই  কখনই।
লেখায় প্রেমে পড়া ঝর্না তখনই
শব্দ পুষ্প চয়ন অদ্ভুত  বৃষ্টি ঝরা।
বিনিদ্র রাতে নীরবে নিভৃতে কাঁদে
প্রাণ ব্যথা বেদনা নৈরাশ্যের মাঝে
আনন্দে আপ্লুত  তোমাকে লেখা
পঠনে আলো জ্বলে  বিবর্ণ হৃদয়ে 
গোধূলি  আকাশে  কাব্যে  লীন,
কাব্যময়তা ছন্দময় প্রেম অমলিন
ভালোবাসায়  চিত্রকল্পে ভরিয়ে দেয় 
মগ্নতায় ভালোবাসার ছোঁয়ায় স্বপন।

No comments:

Post a Comment