Saturday, 5 May 2018

দূরভাষে ভালোবাসা অনুভবে কাছে আসা

দূরভাষে ভালোবাসা অনুভবে কাছে আসা

শ্যামল সোম

ভালোবাসার বন্ধনে জড়াল গো বন্ধু
মনের মানুষ তুমি আমার একান্ত প্রিয়
যদিও এখনও আমাদের নেই সাক্ষাৎ
পরিচয়, দেখা হওয়ার নেই সম্ভবনা।
শুধুমাত্র মনের ভাব বিনিময়ে বন্ধুত্ব
পারস্পরিক সহমর্মিতা সহানুভূতি
পরস্পরের মনের কথোপকথন বুকে
জমা ব্যথা বেদনানৈরাশ্য মুক্ত এক
স্বপ্নের স্বপ্নিল  ভালোবাসার ছোঁয়ায় হৃদয়ে
অনুরোরন ধ্বনিত গুঞ্জন শুনি কাব্যে শব্দে।
তুমি আমার হৃদয়ের ভোরের আকাশে
তুমি যে আমার শুকতারা প্রিয়া প্রজাপতির
মতো সুন্দর হোক গো তোমার জীবন ।
আজ সূর্যোদ্বোয়ের আলোয় আলোয় উদ্ভাসিত
হয়ে উঠুক দূরভাষে ভালোবাসায় অনুভবে কাছাকাছি।
গভীর আলিঙ্গনে আদরে আদরে ভেসে যাই দুজনে।
মণি সত্যি গো দূর থেকে দূরন্ত গতিতে ছুটে যায় মন
নিরুত্তর ভালবাসায় ভরিয়ে দিলেম তোমার হৃদয়ে
বাতাসে দেহেরঘ্রাণ পাই অন্তরে অন্তরে বুকের গহীন
গভীরে সমুদ্রের ঢেউয়ে মতন দূরান্তে প্রেমের স্বপন।

No comments:

Post a Comment