রমেন মিত্র ও রত্না মিত্র এক মাত্র কন্যা সন্তান জন্ম নেয়
ভীষন আদরে মানুষ করছেন তাঁরা, সামান্য চাকরি ক্লার্ক,
রত্না গানের স্কুলে গান শেখান। মেয়ে সৃজনি অপূর্ব গলা
অসম্ভব ভালো গায়, ছবি আঁকা শেখে পাহাড়ের হিমালয়ের
ছবি দেখে টিভিতে ও মুভি দেখে National Geography
রমেন মিত্রের হবি ছিল হিমালয় ভ্রমণ যৌবনে বহু বছর
হিমালয়ের দুর্গম উপত্যকায় সৌন্দর্য খুঁজতে কেদার ব্রতরি
আশ্রম, হেম কুন্ডসা সাহেব Valley followers রূপ কুন্ড
মণি মহেশ, কালাপাথর, Mount Evarestপাদদেশে Tracking
রমেন হিমালয়ের ভ্রমণ কাহিনী শোনাতে অসুস্থ মেয়েকে সৃজনি
স্বপ্নে হিমালয়ের রূপকথা দেশে বেড়াতে যেত।
দশ বছরের সৃজনি দিন দিন অসুস্থ হওয়ায় বিভিন্ন হাসপাতাল
ডাক্তার দেখিয়ে কোন উপকার স্বাস্থ্য এর উন্নতি না হওয়ায় শেষে
ভেলোরে বিখ্যাত হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারদের মিলিত
সিদ্ধান্ত হলো নানা ধরনের Blood test পরে জানা গেল সৃজনি
BLOOD CANCER ভুগছে রকত শ্বেত কনিকা পরিসংখ্যান অনুযায়ী
দুমাস আয়ু BLOOD দিয়ে চলবে ষাটদিন।
আকাশ ভেঙে পড়লো রমেন ও রত্না মাথায় কস্ট করেও চিকিৎসা
চলছে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হলো। সৃজনির হিমালয় দেখার প্রবল
ইচ্ছে কি তার ইচ্ছে পূরণ হবে রমেন রত্না চিন্তিত দুশ্চিন্তা চাপা বোবা কান্না
সামলের মেয়ে সৃজনি কাছে সবাভাবিক আচরণ বারবার BLOOD বদল
খরচা করে থাকে শেষে মহামান্য মুখ্যমন্ত্রী অর্থ আনুকূল্যে
প্রভিডেন্ড ফান্ড টাকা তোলে লাইফ ইনসিওরেন্স থেকে ঋণ নিয়ে ট্রেনে করে
দার্জিলিং TROY TRAIN চেপে জানালার ধারে বসে সৃজনি দিন দিন
প্রতিদিন প্রতি নিয়ত তার স্বপ্ন সফল হওয়ার উচ্ছাসে শরীর ভেঙে পড়লেও
আনন্দে আহ্লাদে পরম করুণাময় মহান প্রভুর অসীম কৃপায় আশীর্বাদে শেষে
টাইগার হিল থেকে ভোরের সূর্যোদ্বোয়ের রাঙি আলোয় আলোয় কাঞ্চনঙ্ঘা
দর্শন প্রিয় হিমালয় দেখছে সিকিমে গিয়ে আপার পেলিং থেকে রমেন মিত্রের
S B I BANK দার্জিলিং এ পোস্ট TRANCFER করলো চিকিৎসা চলছে আশ্চর্য
মিরাকেল অঘটন সৃজনি দিন দিন সুস্থ হয়ে উঠছে ছি আঁকছে রত্না তার মায়ের
সাথে গান গাইছে " পুরানো সেই দিনের কথা "
No comments:
Post a Comment