কবিতা আজন্ম মনের কাছাকাছি
শ্যামল সোম
কবিতা রয়েছো মনের কাছাকাছি
প্রেমিক তাঁরা ঐ রয়েছে যাঁরা কাব্য
নীড়ে প্রেমের কুঞ্জ তাঁদের বসবাস,
শৈশবে প্রেমে কবিতার সাথে সহবাস
দুই বাংলা সেথা কবিতার জন্মভূমি
যেথা আমি হারিয়েছি পিতৃভূমি দেশ
ভাগ,পরশু বাংলা বাংলাদেশের যাচ্ছি
হারানো আদি মূল শিকড়ের সন্ধানে
পদ্মা নদীর মানব মানবীর প্রেমের
আমার এই পঁচাত্তর বছরের টানে।
কেন ভোরের সূর্যোদ্বয়ে আকাশে
কীর্তন খোলা নদীতে পাড়ে দাঁড়িয়ে
দেখছি সূর্য উঠছে, মনে মনে বাড়িয়ে
দিয়েছি হাত কবিতার হাত ধরে টেনে
নিয়ে, কবিতাকে গভীর আলিঙ্গনে
শব্দের চুম্বনে চুম্বনে ওর রক্তাক্ত ঠোঁট,
আমার প্রিয়া কবিতা উৎসবে আসছি
বাংলাদেশের মানুষের সংস্পর্শে এসে
কাব্য মাধুর্যে নান্দনিক শৈল্পিক সমৃদ্ধ
লাভের আশায় আশায় যাচ্ছি একুশে
ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে ভাষা
শহিদদের স্মরণে আলোচনা সভায়
আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ,
কবিতার সাথে ভালোবাসায় পিপাসায়
তৃষ্ণার্ত দুটি তপ্ত দেহ পরস্পরের সাথে
এ মনের ও হৃদয়ের কাছাকাছি রয়েছি।
No comments:
Post a Comment