Friday, 8 June 2018

মোহমুগ্ধ মন মহো আচ্ছন্ন বৃষ্টি

মোহমুগ্ধ মন মোহচ্ছন্ন বৃষ্টি

শ্যামল সোম

মনোবিজ্ঞানী ডাক্তার সুশান্ত রায়ের নার্সিং হোমে
আজ তিনদিন হয়ে গেলো ভর্তি করা হয়েছে অভিজিতের
বাবুর ছোট মেয়ে লালীকে, এখন মাঝে মধ্যে খুঁজেছে
কাউকে শূন্য দৃষ্টি নিয়ে, হঠাৎ চিৎকার করে উঠছে, I will you,  you can't
LOVE him, he is mine, he is my dream YES I LOVE him really,
ঝরঝর করে কাঁদতে থাকে এ কান্না বিলাপে
অস্থির হয়ে অদ্ভুত আচরণে, নার্স সহ অনেকে লালীকে চেপে
ধরে সে বেডে শুয়ে কাতরাচ্ছে, ইনজেকসনপুস করলে ধীরে ধীরে নেতিয়ে পড়ে।

চারদিন আগে হঠাৎ অতর্কিতে বন্ধ ঘরে রাত্রে শুয়ে ছিল
দুই বোন একই বিছানায় শুয়ে শুয়ে দুজনে মিলে
নানা কথার মাঝে রঞ্জনদার প্রসঙ্গ আসে সাতবছর
ধরে গৃহশিক্ষকতা করছে রঞ্জন দেবনাথ এখন Engineering
পাশ করে চাকরি করছে, তবু এই দুই বোনকে রঞ্জন
পড়াতে আসে যদিও অবিশ্বাস্য মনে হতে পারে লালী
শৈশব থেকে কিশোরের শেষ প্রান্তে এসে এ ভাবে যে
কোন সময় ধীরে ধীরে রঞ্জনকে নিয়ে মনে মনে ভালোবেসে ফেলেছে।

এটা ভালোবাসা প্রেম  নয় মোহ Infectuation লালী
আবেগ তাড়িত হয়ে যায় কখন ছোট বোনের মতো
কোন উপহার স্নেহ মমতায় ভালোবাসা,

হঠাৎ বৃষ্টি ভেজা বিকেলে এসে রঞ্জন লালীর হাতে তোয়ালে  দিয়ে রঞ্জনের সার্ট গেঞ্জি খুলে
মাথা মুখিয়ে দিতে দিতে ভালোলাগা ভালোবাসার
ছোঁয়ায় হৃদয়ে  প্রেম অনুভব করে লালী আচমকা
দুহাতে জড়িয়ে ধরে রঞ্জনের বুকে চুমু খেতে থাকে
শক্ত করে জড়িয়ে গভীর আলিঙ্গনে আদরে আদরে অস্থির করে তোলে,
প্রথমে হতবাক হয়ে যায় রঞ্জন শেষে জোর করে
ছাড়াতে চায় নিজেকে, না পেরে শেষে ঠাস করে চড় থাপ্পড় মারে।

লালী সদ্য যৌবনের উন্মাদনায় হিংস্র বাঘিনীর মতো তাকিয়ে থাকে।

পরে হঠাৎই হো হো করে হেসে উঠে বলে,
It's only FUN fun fun আপন মনে বিড়বিড় করতে
করতে বারান্দায় দাঁড়িয়ে দু চোখ ভরে দেখে অঝোরে
ঝরছে বৃষ্টি দুহাতে চোখে লোনা জল ধুয়ে মুছে ফেলতে চায়।

লালীর এই আচরণে এদিন রাতে দুই বোনের মধ্যে তর্ক বিতর্ক
হয়ে চছিল চলছিল হঠাৎ অতর্কিতে ঝাঁপিয়ে বড় বোন তুলির উপরে
আঁচড়ে কামড়ে তুলির পেটের উপর চেপে বসে অশ্লীল ভাষায় গাল দিতে হিংস্র
হয়ে তুলির গলা টিপে ধরে,  I know you বিচ লুকিয়ে চলছে তোদের লভ
But I LOVE him really I LOVE him No No i can't spear you you have to be killed.

তুলির আর্তনাদে শুনে ছুটে আসে অভিজিত ও লাবনি লালী তুলির মা।

সেই ঘটনার পরে আজ তিন ধরে এই ডাক্তার Physicriatist সুশান্ত রায়ের নার্সিং হোমে চিকিৎসা চলছে

Physical activity বিষয়ক সমস্যা সমাধান করতে হবে কিন্তু  কি হবে শেষ পর্যন্তকে জানে ?

No comments:

Post a Comment