তোমার হাতের স্পর্শ অনুভবে
শ্যামল সোম
তুমি সেদিন নিজের ঐ হাতেই
রক্ত গোলাপ তুলে দিয়েছিলে
প্রজাপতি উড়ে এসেছিল হাতে।
তুমি ভালোবেসে বাড়িয়ে ঐ হাত
রেখেছিলে সৈকতে আমার হাতে,
পরে, সমুদ্র ভালোবাসার স্পর্শে
শিহরণে ঢেউ শিহরিত মনের হর্ষে,
আমি পুলকিত হয়ে জড়িয়ে ধরে
আমার বুকে টেনে নিয়ে আদরে,
আদরে অস্থির চঞ্চল হরিণী চোখে
দেখেছিলাম আমার সর্বনাশ, রাঙা
ঠোঁটে তুমি চুম্বনে ক্ষত বিক্ষত করে
ছিলে আমার তামাটে এই ঠোঁট উষ্ণ,
চুম্বন, তোমার দুহাতের আলিঙ্গনে,
দুপুরে ঘুঘু ডাকা নিঃস্তব্ধতায় বন্ধনে
দুটি দেহের উত্তাল ঢেউয়ের মন্থনে
এ জাহাজ দোদুল্যমান উঠেছে তাণ্ডব।
প্রবল প্রলয় প্লাবনে ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন
আকাশেবাতাসে ঘূর্ণী ঝড়ে প্রেমের মত্ত
প্রকাশ শান্ত হয়ে ঝরছিল বৃষ্টি আকূল
বৃষ্টি স্নাত আমরা দুজনেই পরস্পরের
দিকে অপলক চোখে তাকিয়ে মুগ্ধতায়
তুমি আমার কানের কাছে মুখ এনে স্বর্গ
অমৃত সুধা পানে অনুরোরন কম্পন শুনি
আজও কাঁদে মন স্মৃতি রোমন্থনে সমুদ্র
ঢেউ আছড়ে পড়ে বুকে ঐ তোমার হাত।
No comments:
Post a Comment