আদরিনী
শ্যামল সোম
কালো মেয়ে কালো হরিণী চোখ
চোখে অতল জলে মায়াবিনী মুখ,
এ মেয়ে ঠিক যেন মোমের পুতুল
ঘন মেঘ কালো কোঁকড়ানো চুল
আহাফোলা ফোলা তুলতুলে গাল
আদরে আদরে গাল হতো লাল।
মা মরা মেয়ে, বাপ মোদো মাতাল
দিদা মামার সংসারে বড় অনাদরে
আধ পেটা খাওয়া তবুও প্রকৃতির
আপন খেয়ালে দেহ বাড় বেড়েছে।
গায়ে গতের কখন আলুর চপ খেয়ে
কখন চকলেট লজেন্স লোভে পড়ে
চুপিচুপি আদরের ছলে বলে কৌশলে,
শৈশবে কোলে তুলে আদরে কোলে
বসেই কত আদর মাঝে মধ্যে সে মেয়ে
শৈশবে ঐ নিগ্রহে আঁচড় লাগতো ব্যথা
কঁকিয়ে উঠে আদরে আদরে আলিঙ্গনে
চুম্বনে আস্বাদন তখন সবেকৈশোরে পা
রেখেছে সবে শুরু হলো আদরের ঠেলা
ঠেলি, চু কিত কিত, লুকোচুরি খেলা গুরু
হলো নির্জন দুপুর বৃষ্টি ঝরা বর্ষা বিকেলে
গম্ভীর আওয়াজ ডাক ছিল মেঘ, গর্জন
তুমুল ঝর বাদলে অঝোরে ঝরছে বৃষ্টি
বৃষ্টি স্নাত সে রাতে ঝোপে আড়ালে রক্ত
রক্তে অক্ষরে অক্ষরে লেখা হচ্ছে ধর্ষণ
আবহমান কালের নারীর প্রতি নির্যাতন।
অবমাননার ও অত্যাচারের বাকি আছে
আরো শতসহস্র বছরের বাকি ইতিহাস।
যৌন নির্যাতনের সহিংসতা গ্লানিময় জীবন
পশুর অধম চিরকালের বিকৃত মনস্ক পাশব
শয়তানের আনন্দ উল্লাস গণধর্ষণে উল্লাস
জনৈকা কিশোরের মৃত্যু খবরের কাগজে
পাতায় শিরোনামে, ধিক্কার জানায় সবাই
টিভির চ্যানেলে চ্যানেলে কত প্রচারিত হয়।
মোমের পুতুলের জন্য পথে পথে হাঁটে হাঁটে
জনতার হাতে নিয়ে জ্বলন্ত মোমবাতির মিছিল।
No comments:
Post a Comment