ওহে আমার মনোমহিনী যাদুমণি
শ্যামল সোম
নন্দিনী তোমার যাদু মন্ত্রে প্রেমের তন্ত্র সাধনায় মন্ত্রমুগ্ধ
তোমার চোখের কটাক্ষ বাণে প্রেমে পড়ে কতশত যুদ্ধ
চাষেআত্মনিয়োগ করছি বয়স, জাত, জাতীয় সীমান্ত
পেড়িয়ে বিজাতীয় ধর্ম কর্ম ভুলে শরীর ঘিরে শস্য যন্ত্রে
ফলাতে লাঙলশ্যামলিমায় সুড়ঙ্গে লতা বুনফুলের ঘ্রাণ
দেহের গভীরে গহ্বরে হারিয়ে গেছি জোছনা রাতে তুমি
উর্বশী অপ্সরী পরী তোমাকে পেয়েছি পঁচাত্তরে পঁচিশ
বছরের যৌবনে প্রাণ মন বাহারে সাজে তোমার দেহের
উত্তাল ঢেউয়ের উষ্মা দন্ড মন্থনে রোমান্টিক রোমন্থনে
শিহরিত শরীরে কম্পনে ঝিরিঝিরি ঝর্না ঝরে আধো
অন্ধকারে অরণ্যে, কি যাদু রয়েছে তোমার দেহ মিলনে,
স্বত্বহীন এইআত্ম সমর্পণ প্রেম শাখে শাখে গাছে গাছে
ফুলে ফুলে ভরা থাক সম্প্রীতি সহমর্মিতা প্রেম ভালোবাসা
প্রিয়া কবিতা নন্দিনী সুন্দরের ঋতিক আমি রূপে মুগ্ধ হই।
হয়তো সত্যি কোন কাজে এলে হঠাৎই পড়ে যাবে হয়তো
আমাকে মনেআমিও তোমার জন্য প্রতীক্ষায় মনে মনে
গুঞ্জন অনুভবে প্রত্যয়, ভালোবাসার টানে ঐ কাঁটাতারের
বেড়ার ওপারে পদ্মা নদী পেড়িয়ে , হয়তো কোলকাতায়
এলে দেখা হবে, নিউ মার্কেট, ভিক্টোরিয়া মেমোরিয়ালে
বাগানে রক্তকরবী গাছের ছায়ায় বসে দুজনে মায়াবী
স্নিগ্ধতা ফেলে আসা সমৃতি মন্থনে,চোখে ভাষায় অনুমানে
চোখে চেয়ে আছি পরস্পরের চোখের ঐ জলে মিলন আনন্দে
ঝাপসা দৃষ্টি কুয়াশায় ঢাকা শত ব্যথা ,যদি কোন দিন দেখা পাই
রবে গাঁথা হয়ে আছে, নীরবে মনের মানুষ তুমিই মমতাময়ী
প্রেমিকা নীলা নীলাঞ্জনা তুমি প্রেমময়ী আমার হৃদয়ের আহ্বানে
ভালোবেসে আমি ও ভেসে যাই রাজশাহীর চোরাবালির স্রোতে !
No comments:
Post a Comment