নিজেকে কবি ভেবে হাহাকার ♥️
শ্যামল সোম
যদি প্রেম দিলে না আমার জীবনে
ভোরের আকাশ ভরিয়ে কেন স্বপ্নে
দেখি তোমাকে তোমার কোলে মাথা
রেখে ক্লান্ত বিধ্বস্ত মানসিক বিপর্যয়ে
খুলে তোমার ঐ নরম আঙ্গুল বুলিয়ে
কখন কেউ দেয় নাই, না নারী জড়িয়ে
ধরে কখন আমাকেই আদর করেনি।
আমার বানিয়ে লেখায় প্রেম হাহাকার
কবিতা স্বপ্ন মনে হয় কারণ আমি কার ?
নারীর ভালবাসা পাই নি কখন কোনদিন,
কেউ ভালোবেসে কখন বলেনি আমাকে
ক্ষীণ ভালোবাসায় নদীতে সন্তরণে কাছে
রানি এসে, " ভালোবাসি ভালোবাসি সোম !"
না কোন নারীর মন ছুঁয়ে যায়নি কখন লেখা
ঐ চোখের ভাষায় ভালবাসায় ভরিয়ে দেখা
দেয়নি কখন, অপলক চোখে তাকিয়ে থাকা
দূরে দেখেছি প্রেমে পড়ে গেছি ভেবে বানিয়ে
জীবনে কখন সুখী হতে না পারা হৃদয়ে বেদন
রক্তক্ষরণ ভালোবাসা এত প্রাণিত করে নারীর
ভালোবাসা অমূল্য রতন এই ভোরের আকাশে
রাঙা আলো ঐ আলোয় আলোয় আলো এসে
আলোকিত উদ্ভাসিত হয় হৃদয়ে, এ সবই সেই
কল্পনায় রঙিন প্রজাপতি এই সব আকাশ কুসুম
কল্পনায় আমি অতি পাতি খুঁজি স্বকীয় অস্তিত্ব
রয়েছে প্রেম শাখে গাছে গাছে লাল ফুল ফুটে
উঠেছে, তুমি আমি দুজনে একই চাদরটাই মুড়ি
দিয়ে শিশির ভিজা ঘাসে নিঃশ্বাসে প্রশ্বাসে হেঁটে
বাগানের বেঞ্চের পাশে খুঁজি তাকে ঘণ কুয়াশায়।
No comments:
Post a Comment