কাব্যের আয়নায় তুমি দেবী
শ্যামল সোম
কবিকে কুর্নিশ জানাই সসম্মানে
হে নারী ধরিত্রী ধৈর্য ও মনোবলের
জোরে গর্ভে ধারণ করেছো সন্তান
এ স্বদেশ মরুভূমি রাজসিংহ মস্তান।
হাহাকার হাহুহুতাশ খাঁ খাঁ শুষ্ক মুখে
আতংকে ছায়া অজানা আশংকায়
সম্প্রতি সময়ই ছায়ায় এ অন্ধকারে,
নিম্নবিত্ত সংসারি পরিবারের দারিদ্র
আকালে নিমজ্জিত বহু বছরের গ্লানি।
সামগ্রিক উন্নয়নেস সামাজিক চেতনতা
ও নৈতিক শিক্ষা অভাবে, নারী ন্যায্য
পাওনা থেকে বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত
প্রেমে উদভ্রান্ত বন্য উদ্দাম নৃত্য আনন্দে
বছর না ঘুরতেই পুরুষের মুখোশ খুলে।
শয়তানের বিভৎস রূপে আতংকে ছায়া
অজানা আশংকায় শতসহস্র দেশে দেশে
নারীদের অভিশপ্ত জীবনের চলার পথে
দুঃখের সাথী কেউ নেই একা একাই পুত্র
কন্যা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আত্মজাকে
গড়ে তুলবে যিনি একমাত্র সৃষ্টিকর্তার এই
আশচর্য সৃষ্টি নারী মাত্র শক্তি রূপিনী জননী
এসেছে নতুন আহ্বান জানান আকাশ বাণী
সংগ্রামী নারীদের স্বাধিকার আদায়ের লড়াই।
সমবেত হও মামণিরা আপন মহিমায় মহীয়সী
মহামায়া জ্বলন্ত উল্কা অগ্নি আগ্নেয়গিরি লাভা
স্রোতে ভেসে যাক এ ভুবনের যত অন্যায়ভাবে
আদিমতা অত্যাচার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে
সরব হবে জনতা অনিবার্য ভাবে নিঃসঙ্গ নিঃস্ব হবে
ধ্বংস হয়ে বিলীন হোক শত সামাজিক অবক্ষয় সর্বত্র।
No comments:
Post a Comment