Monday, 24 December 2018

নাজারেথের যিশু

https://goo.gl/images/WnnY7n

আমার ভীষণ প্রিয় গ্রুপের সকলের জন্য
আগামী পঁচিশে ডিসেম্বর প্রভু যিশু পবিত্র
শুভ জন্মদিনে কল্যাণ হোক তোমার ও
তোমাদেরপরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা,
অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসা রইলো আর
আগামী বছরের দিনগুলো সুখ ও শান্তি বহে
আনুক আমার ভালোবাসার মানুষের জন্যে।

নাজারেথের যিশু

শ্যামল সোম

আলোক পথে যাত্রী চলেছে তীর্থ দর্শনে
শত সহস্র তীর্থ ভক্ত গণের সাথে স্মরণে
সূর্য দেবতা পুজা অর্পণ নিবেদিত ভক্ত
ছুতোর মিস্ত্রি জাকের কনিষ্ঠ পুত্র প্রাণ
ভাইদের তাড়নায় তাড়িত হয়ে  চলেছেন
তাঁর সাথে ভীতা  পুণ্যবতী কুমারী মরিয়ম
মাতা মেরী গর্ভে এসেছেন পরিত্রাতা যিশু
তিনি ঈশ্বরের পুত্র সন্তান জন্মায় গোয়াল
ভাঙা ঘরে আস্তাবলে খেজুর গাছের নিচে।
সব গ্রহ নক্ষত্র জ্বলছে অনির্বান দীপশিখা
তিনি এসেছেন পাপী তাপী দরিদ্র জেলেদের
যত মেশ বালকদের জনগণের পরিত্রাতা ।
আকাশ বাণী বজ্র কন্ঠে ঘোষনা শুনে তারাটি
লক্ষ্য করে পূর্ব দেশ প্রান্তে থেকে তিনজন
মহাজ্ঞানি ঋষিরা এলেন এই বেথেলহেম,
স্বর্ণ, ধূপ, সুগন্ধি উপহার দিয়ে অভিবাদন ।
যিশু বার বছর বয়সে সাধনায় আত্মনিয়োগ
মানুষের সকল দূঃখ কস্ট লাঘব করার প্রেম
ভালোবাসায় ভরিয়ে বৈধতা চ্যালেঞ্জ করে
প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা সাধন ভজন,
বার বছর পূর্বে দেশ দেশান্তরে অন্তধ্যান
ঈশ্বরের আশীর্বাদে কৃপায় দেশে ধীবর
হতদরিদ্র মানুষের মধ্যে সচেতনতা প্রেম
ভালোবাসায় নৈতিকতা শুদ্ধতা পবিত্রতা
সম্প্রীতি সৌহাদ্য অন্যজনের অশ্রু মোচন।
পুরাতন ধর্মীয় প্রতিষ্ঠান আধিপত্য অনিয়ম
অহংকার পুরোহিতের অনাচার অত্যাচার
সাম্যবাদ সিজারের বিচারে ক্রোশ বিদ্ধ
মৃত্যু সিদ্ধান্ত নিয়েছেন তারা, রাজদরবারে
বারজন শিষ্য সাথে নিয়ে যিশু আত্মগোপন
পাহাড়ের পাদদেশে গুহায় শিষ্য গণের সাথে,   
যিশুর বসেছেন তিনি জীবনের লাস্ট সাফার
শেষ মূহুর্তে জুডাস কটি রৌপয মুদ্রা বিনিময়
ব্রহ্মপুত্র ঈশ্বরের পুত্র যিশুকে সৈন্যরা গ্রেপ্তার
করে, বধ্যভূমিতে পায়ে শৃঙ্খল কাঁধে ক্রোশ।
চলেছেন তিনি প্রশান্ত সমাহিত দুর্জয় হাস্য
মুখ, ক্রোধে পেরেকে গাঁথা হলো যিশুর দেহ
জমায়েতে জনতা আর্তনাদ হাহাকার স্পষ্টই
প্রতীয়মান সমবেত  ভক্তদের ক্রন্দন ধ্বনিত
গুঞ্জন অনুভূত আজ যিশু পবিত্রতা প্রেমের
প্রতীক, ক্রুশ বিদ্ধ অবস্থায়  ঈশ্বরের কাছে ক্ষমা  
প্রার্থনা করেছেন শাস্তি দানকারীদের উদ্দেশে ।

No comments:

Post a Comment