ভালোবাসার কাঙালিনী
শ্যামল সোম
তোমার হাতে ফোঁটা জূঁই ফুল
তোমার তৃষিত হৃদয়ে ব্যাকুল,
তোমার প্রাণের মানুষ নয়নমণি
তোমার জীবনে সে বিষধরফনী
ফোঁস ফোঁস করে জড়িয়ে আদর
করে আলতো ছুঁয়ে কানের কাছে
মুখ এনে স্বর্গীয় অমৃত সুধা লোভে
আদরের ছলে ছোবল দেয় চুম্বনে
নীল হয়ে হয়ে তোমার পেলব দেহে
বিষ, শিথিল হয়ে হয় শরীর এ মোহে
শিতল এলিয়ে রয়েছো পরেছে শরীর
বিষের জ্বালায় যন্ত্রটায় তুমিও অস্থির
তখন তোমার দু চোখে ছলছল জল
টলটল করে ভরা দিঘি, এ ভালোবাসা
ভালোবাসার কাঙালিনী উত্তাল নেশা
নিশীথে প্রেম পিয়াসী মগ্ন মনের আশা
নিয়ে সদ্য ফোঁটা জুঁইয়ের রূপ যৌবনে
ছদ্মবেশী চরিত্রহীন শয়তান পুরুষ টানে
একাএকা জ্যোৎস্নায় আলো নগ্ন স্নানে
ডুব দিয়েছিলে পুরুষের পৌরুষের ঐ
চোরাবালির স্রোতে ফাঁদে পড়ে বুকে
প্রেমের স্বপ্ন নিয়ে ভাসে তোমারই শব
বহমান নদী মেঘনার মোহনায় লাশ রব।
No comments:
Post a Comment