আমার সাধের বাংলাদেশ
শ্যামল সোম
আমার ফেলে আসা স্বদেশ মাতৃভূমি
আজকের তুমি বাংলাদেশে জননী।
তুমি যে আমার ভোরের বেলার
ভৈরবী বাজাও আপন সুর
বহু দূর হতে তোমার ভালোবাসার
ঘ্রাণ ভেসে আসে সুমধুর।
শিশির ভেজা ভোরে পাশাপাশি
হেঁটে যেতে যেতে
যাওয়ার পথের বাঁকে তুমি
হারিয়ে গেলে সে পথে
ঠিকানায় বিরহের মেঘ জমে
থাকা হৃদয় আকাশে।
হৃদয়ের স্পন্দনে বেদনায়
ছল ছল চোখে ফ্যাকাসে
জ্বলেছি পুড়ছি ছারখার হয়ে
যাই অনন্যা কাব্যময়তায় মুগ্ধ
হয়ে অনুপ্রাণিত হয়ে থাকি
নিরন্তর শৈশবে ফিরে চাই
শৈশবে যাওয়ার ইচ্ছে করে
এ বুড়ো বয়সে এসে বুঝি কেউ
নেই কাছে একাকীত্ব মাঝে মাঝে
খুব ইচ্ছে করে পদ্মা নদীর ওপর
ভাসমান লঞ্চ ভেসে যাই দাদুভাই
হাত ধরে চাঁদ পুরে পৌঁচছে যাই।
No comments:
Post a Comment