Saturday, 25 August 2018

বিরহে রয়েছে দুটি পোড়া মন

বিরহে রয়েছে দুটি পোড়া  মন

শ্যামল সোম

দুজন দুজনে ভালোবেসে কত কাছে  ছিলে তুমি
আমার হৃদয়ে ঘ্রাণের জুঁই ফুলের মত স্নিগ্ধ পবিত্র,
শুভ্র প্রেমের  সম্পর্কে বন্ধন সামাজিক প্রতিকূলতা
দুজনে দুটি কক্ষপথে কৃত্রিম উপগ্রহ মত ঘূর্ণী ঝড়ে
উদভ্রান্ত বন্য বদ্ধ  সংসারে কারারুদ্ধ নগ্ন দুইজীবন
জঘন্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষে কি আত্মহত্যা
পথে দুজনে ঘণ আলিঙ্গনে বিষ চুম্বনে যুগল মৃত্যু ?
আজ ও তোমার ভালোবাসার আশায় আছি আমি
অন্য আর এক জনের সাথে বিনিদ্র রাতে একা তুমি,
আমরা দুজনে দুদিকে কাঁটাতারের বেড়ার এপারে
আমি কোলকাতায় কংক্রিটের জঙ্গলে  শহর ধীরে,
ধীরে গ্রাস করে ফেলছে জ্যান্ত গিলেছে আমাকে।
ওপারে তুমি রূপের বন্যায় জোছনায় প্রেম মগ্নতায়
মন মন দুজনে গোলাপের পাপড়ি বিছানো সজ্জায়
বুকে রেখে মাথা  বিছানায় শুয়ে শুয়ে কি বলো না গো
সত্যি সত্যি কি ভাবে পাওয়া যায়  ভাবছো  আমাকে ?

No comments:

Post a Comment