Saturday, 25 August 2018

ফিরে এসে সুরঞ্জনা

আমাদের প্রিয় প্রাণের কবি জীবনানন্দ দাশের কবিতা স্বপ্নের কবিকে অনুকরণে লেখা
বরিশাল ভূমিপুত্র জীবনানন্দ দাশের কবিতা ভীষণ ভালো লাগে।

ফিরে এসো সুরঞ্জনা     ( আমাদের প্রিয় প্রাণের কবি জীবনানন্দ দাশ স্মরণে)

শ্যামল সোম

সুরঞ্জনা চলে যেও নাকো তুমি
কথা বলো না ঐ যুবকের সাথে,
কি কথা তাহার সাথে, মরা চাঁদ
গেছে বেনো জলে ভেসে ফাঁদ,
পেতে রয়েছে শকুন শেয়াল যদি
কোন অসতর্ক মুহূর্তে ওঠে ঝড়ে,
ঝড়ের তাণ্ডবে বাঁশবনে মর্মর
ধ্বনি শুনি প্রতি রাতে বুকফাটা
আর্তনাদ হাহাকার স্পষ্টই ধর্ষিতা।
নারী কিশোরীর অসহ্য দানবের
হিংস্র জানোয়ারের মত দংশনে
দংশনে দংশিত ক্ষত বিক্ষত নগ্ন
দেহ রক্তাক্ত অবস্থায় অসহায় পড়ে
রয়ে ধান সিঁড়ি নদীর তীরে গাছে
ঘেরা বন বিথীকায় প্রতীয়মান স্পষ্ট
অপরূপা উর্বশী অপ্সরী নয় সামান্য
শহরে বন্দরে নগরে গ্রাম্য কিশোরী,
তন্বী তরুণী  যুবতী বৃদ্ধা মুক বধির,
রমণীদের আর্তনাদে মেঘলা রাতে
নীরবে ব্যথা বেদনা নৈরাশ্য সাথে।
বিষাদমাখা হতাশায় নিমজ্জিত হয়ে,
মানব মানবীর ক্লান্ত মন চায় প্রিয়া
তোমাকে ভালোবেসে এ বাহুডোরে,
ফিরে এসো কাছে এ ম্লান হয়ে যায় হৃদয়।

No comments:

Post a Comment