বাপুজী
শ্যামল সোম
ভারত আত্মা বাপুজী সংকল্প প্রত্যয়ে দৃঢ়তায় অটল
চোরা গুপ্ত ঘাতকের বুলেটে ঝাঁঝরা ফুটে মৃত্যু বরণ।
আজ বাহাত্তর বছরে স্বাধীনতা দিবস ভারতবর্ষে ঘট
নানা প্রদেশে কত শত অঘটন চলেছে বছরে বছরে,
রাখে নাই কেউ অগ্নি শপথ, বিভাজনে বিনোদনে ভরে
আপামর জনসাধারণ বিনামূল্যে শিক্ষা খাদ্য নিরাপত্তা
বাসস্থান চিকিৎসা সম্প্রীতি বজায় রেখে শান্তিতে আনন্দে
বাপুজী রাম রাজ্যে বসবাস তখন সীতা মাঈ রয়ছেন বনবাসে।
আজ বাপুজী সংকল্প জীবন দর্শন তঁর প্রিয় স্বদেশ হিন্দুস্থান
সারে জাঁহাসে আচ্ছা ঠিক না বেঠিক জনগণের বিচার্য বিষয়।
আগামী বছর বাপুজীর 150 বছর উদযাপিত হতে যাচ্ছে সারা
দেশব্যাপী গণসংযোগ শুরু হোক তোমার আমার সম্মিলিত প্রয়াস
সবাই জন্য আজ সবাই আমরা, বাপুজী হ্যায় সাথে হামারা রহে জন হিন্দ বন্ধেমাতারাম।
No comments:
Post a Comment