মা ভব তারিনীর ভক্তিমতী ভবানী
শ্যামল সোম
আজ শনিবার সকাল থেকেই মন
বলো কালি কালি বলো রে মন
মা কালি নামের শত সহস্র গুন গুন
সকাল সন্ধ্যায় কালি নামে গুঞ্জন
সদা কালি কালি কালি বলো রে মন
কালির কৃপায় হবে কালের দমন।
ভবানী যিনি ছিলেন কালীর সাধিকা,
কালি নামে গান শুনে অশ্রু বিসর্জন,
পরম ভক্তিমতী যিনি ছিলেন মায়াময়ী
স্বয়ং ঈশ্বরী তপস্যা করছিলেন আজীবন
নিরামিষ ভোজন শুদ্ধ পবিত্র দিদি বোন,
এক আশ্চর্য সম্পর্ক রক্তের নেই বন্ধন।
ছিলেন আত্মার আত্মীয় প্রিয় স্বজন
উনি ছিলেন একান্ত আপন আধ্যাত্মিক
পথের সহযাত্রিনী পরম ভক্তিমতী শিষ্যা
উনি ছিলেন পরম করুণাময় মহান প্রভু
শ্রী শ্রী মোহানা নন্দ মহারাজ জী চরণদ্বয়
আশ্রিতা, করুণাময়ী পরম স্নেহময়ী জননী
এই বোনে বহু তীর্থ দর্শন করতে গিয়ে ছিলাম,
কৈলাস মানস সরোবরে স্নান সেরে হোম যজ্ঞ।
তর্পণ তব জপ মমন চিন্তন অমৃত বচন তীর্থে
তীর্থে ভ্রমণ কাশি বিশ্বনাথ হায়দরাবাদ থেকে
দুশো কিল মিটার দূরে পাহারা তৈরিতে মল্লিকা
অর্জুন, নানা তীর্থকরতে যেতাম আমরা কেদার
পার বদররীনারায়ন অমর কণ্টক কুম্ভ মেলা
এই আপন সমব্যথী সাধিকার অকালে চলে
যাওয়ার আজ ও ভুলতে পারি না দিদিভাইক,
তোমার তিন মেয়ে চোখে জলে স্মরণ সব সময়।
No comments:
Post a Comment