Saturday, 25 August 2018

বৃষ্টি স্নাত প্রেম

বৃষ্টি স্নাত প্রেম

জেসমিন প্রিয়া

মেঘলা আকাশে জমছে কোল মেঘ
গুর গুর করে মেঘে মেঘে ঘর্ষণ ন্দ,
একাকি নির্জন ঘরে নিজের সংসার
শ্মশান ভূমি শয্যায় অঙ্গনে ঘটেছে
প্রতি দিন প্রতি নিয়ত কামনায় মন
মগ্ন মন ছুঁয়ে যায় ফেলা স্মৃতি চিহ্ন,
দেবদাসের আঘাত পার্বতী পারুর
দেহে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ক্ষত।
যৌবনে প্রারম্ভ সুখ স্রোতে ভেসে
ভালোবাসার ছোঁয়ায় ঘণ শিহরণ।
বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মনে পড়ছে
যৌবনে দুজনে এক সাথে ভিজছি
হঠাৎ জড়িয়ে ধরে কানে কাছে মুগ
ফিস ফিস করে জিজ্ঞেস করি, এই
ভালোবাসো আমাকে কতটা তুমি
তুমি চোখে চোখ রেখে ঠোঁটে চুমু
খেয়ে বলব, " জূঁই তোকে ভালো
না বেসে যাই কৈ  তুই যে আমার,
একান্ত প্রিয়া  প্রিয়া প্রিয়া প্রিয়া "
প্রতি টি প্রিয়া উচ্চারণে ধ্বনি গুঞ্জনে
আজও স্মৃতি চিহ্ন ঐ বৃষ্টি ভালোবাসি।

No comments:

Post a Comment