আঁধার রাতে কৈ তুমি ?
ফিরছি বলে সেই গেলে তুমি
তোমার প্রতীক্ষায় আছি আমি,
এত নিষ্ঠুর আচরণ অবহেলা
বড় কস্ট হচ্ছে গো বুকে মাঝে
ব্যথা বেদনা নৈরাশ্য বিষন্ন বলা।
দিন রাতে এত ডাকি তোমাকে
শুনেও ন শোনা ভান করে নাকি,
থাকি অন্য কোন রূপসী যুবতী
মন মুগ্ধগুন করেছে যাদুমণি
হেথায় হোথায় খুঁজি বিনিদ্র রাতে
হাতে এ লন্ঠন নিয়ে খুঁজে চলেছি।
খুঁজি সারা এই সোনা বাংলাদেশ
ফিরে ফিরে বিভিন্ন সব জেলায়
সমুদ্র সৈকত কক্সবাজারে কূয়া
কাটা, সিলেটে পার্বত্য চট্টগ্রামে
যাই খুঁজতে খুঁজতে হয়রান ক্লান্ত
তুমি আমার কৈশোরের প্রেমিক
এ ভাবে নিঃসঙ্গ নিঃস্ব করে গেলে ?
মহান স্রষ্টা প্রভুর কাছে কৈফিয়ত কি দেবে তুমি
No comments:
Post a Comment