জূঁই তুমিই আমার প্রেম
শ্যামল সোম
আমার মনের গোপন কথা বলি
জূঁই তোমাকে ভালোবেসে সকলই
সময় তোমার জন্য মন প্রাণে বেঁচে
থাকার সাধ জাগে, তোমাকে নিয়ে
স্বপ্ন দেখি কোন নির্জন নদীর পাড়ে
দুজন পাশাপাশি বসে সূর্যোদ্বোয়ের
রাঙা আলোয় তুমি আমার হাতে হাত
রেখে অনুভবে অনুরোরন বহে শিহরণ,
তুমি যে আমার ভোরের বেলার ভৈরবী
বাজাও আপন সুর বহু দূর হতে তোমার
ভালোবাসার ঘ্রাণ ভেসে আসে সুমধুর।
তোমার সহমর্মিতা সহানুভূতির বাতায়ন
আমি অনুপ্রাণিত হয়ে যাই আন্তরিক এই
তোমার এই ভালোবাসায় দেহ মন সমর্পণ
জূঁই তোমাকে ভালোবেসে ধন্য এ একটি
অদ্ভূত ভালো লাগার আমার কাছ থেকে
হাজার মাইল দূরে রয়ছো অথচ মনে হয়
রয়েছে হৃদয়ের স্পন্দনে বেদনায় আনন্দে
ভাবছি দু প্রান্তে কাঁটাতারের বেড়ার ওপারে
এপারে আমি তবু একই নীল আকাশের তলায়
সমুদ্রে ঢেউয়ে মতন ছুটে আছড়ে ভালোবাসা
মমনে চিন্তন নূপুর পরা পায়ে ছন্দ বাজে হৃদয়ে
পরস্পরের হৃদয়ে অনুভূত সুখ এরই নাম কি প্রেম ?
No comments:
Post a Comment