Saturday, 25 August 2018

তুমি আমার প্রেম

স্বর্ণাঞ্জলি তুমি আমার প্রেম

বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মনে পড়ছে
যৌবনে দুজনে এক সাথে ভিজছি
হঠাৎ জড়িয়ে ধরে কানে কাছে মুগ
ফিস ফিস করে জিজ্ঞেস করি, এই
সত্যি! বল না ভালোবাসো আমাকে ?
কতটা তুমি ভালোবাসো ? তাকিয়ে
একি কর কি  হঠাৎ জড়িয়ে দু হাতে 
ঝাপটে  তোমার চওড়া বুকে টেনে
নিয়ে, তুমি আমার চোখে পাতায়
নগ্ন স্বর্ণ স্তনে স্বর্ণাঞ্জলি উষ্ণ  চুম্বনে,
চোখে চোখ রেখে ঠোঁটে চুমু চুমু
খেয়ে বলবে, " জূঁই তোকে ভালো
না বেসে যাই কৈ  তুই যে আমার,
একান্ত প্রিয়া  প্রিয়া প্রিয়া প্রিয়া "
প্রতি টি প্রিয়া উচ্চারণে ধ্বনি গুঞ্জনে
সাথে সাথে চুমু খাওয়ায় শিহরণে ভাসি।
আজও স্মৃতি চিহ্ন ঐ বৃষ্টি ভালোবাসি।

No comments:

Post a Comment