Tuesday, 7 August 2018

রাতের আকাশে তারা তুমি

রাতের আকাশে তারা তুমি

শ্যামল সোম

কাল রাতে ঘুম এলো না চোখে
রাতের আকাশে তারাদের ভীড়ে
অনেক অনেক খুঁজেছি তোমাকে।
সুরের আকাশে তুমি যে শুকতারা
তোমাকে ভালোবেসে  দিশেহারা।
তোমার চলে যাওয়া সমুদ্রের ঢেউ
ঢেউয়ের মতো আছড়ে পড়ে বুকে,
ব্যথা বেদনা নৈরাশ্য বিষাদমাখা এ
হতাশায় নিমজ্জিত মুহ্যমান হয়ে যাই।
কিছুতেই মেনে নিতে পারছি না গো
আমাকে সন্তান সংসার ছেড়ে অকালে
চিরদিনের মতো পৃথিবীর মায়া ত্যাগ
করে না ফেরার দেশে চলে গেলে পিছু
ডাকলাম চিৎকার করে কাঁদলাম তুমি
সদা হাস্য মুখে ফুলে ফুলে সাজানো
খাটে অপরূপা রূপসী লাল বেনারসী,
সিঁথিতে সিঁদুর চন্দনের আলপোনায়
সাজাচ্ছেন ছলছল চোখে বড় বোন।
জয়ী এতগুলো বছর পার হয়ে গেলো
আজও কত স্মৃতি চিহ্ন ছড়িয়ে রয়েছে,
তোমার সযত্নে সাজিয়ে রাখা সংসারে,
এক এক সময় আপন মনেই কাঁদি মনে
মনে একাকীত্ব মাঝে আতঙ্ক ঘিরে ধরে
অবসাদে আত্মহত্যা প্রবণতা বেড়েই চলেছে।

No comments:

Post a Comment