Wednesday, 4 September 2019

দখল লড়াই চলছে

দখল লড়াই চলছে

শ্যামল সোম

কত রাজা আসে যায় তবু কি দিন
পালটায় ? বুভুক্ষু শিশুর ক্রন্দন ধ্বনি
জনগণের কিবা এসে যায়, ঐ যে শণি
যুগ যুগ দরিদ্র নিরান্নের কান্না হাহাকর
শোনা যায় যুগ যুগ ধরে তার প্রতিধ্বনি
ক্ষুধা বাসস্থান, কর্মসংস্থান, নিরাপত্তা চাই,
দরিদ্র জনতার চাহিদা পূরণ আকাশ ছূঁতে
কুসুম কুউল্পনা স্বপ্নের ফেরিওয়ালার মায়া
আশ্বাস বিশ্বাস ঘাতকের ষড়যন্ত্রকারীদের
আমি ভিখিরির অধম জরাজীর্ণ বৃদ্ধের।
যৌবনে লাল এক সূর্য শিকার আনবো
শ্রেণী বৈষম্য এক নূতন সমাজ গড়বো।
সাম্রাজ্যবাদ ধনবান শ্রেণীর মানুষের ঐ
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে বিশ্ববিদ্যালয়
যুব সমাজে ভাড়াটে ছদ্মবেশী উগ্রপন্থী ঢুকে
আমাদের গোপন আস্তানা মাফলার জড়ানো
মেকি অতি বিপলবীদের ষড়যন্ত্রকারী অভিসন্ধি,
যখন কেন্দ্রীয় কোমিটি জানতে পারলেন তখন
অনেক দেরী হয়ে গেছে, তিস্তা, কংসাবতী, গঙ্গা
ময়ূরাক্ষী নদীতে ভেসে বহু তরতাজা যুবকের
লাশ উদ্ধার হলো না, অসংখ্য লাশ সনান্তিকরণ
?হলো না, যৌবন  নপুংসকের আগুনে জ্বলছে
সেই আগুনের বারবার পুড়ছে ফ্রান্স বাস্তিশ দূর্গ।
তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সাভিয়েট ইউনিয়ন
পুর্ব ইউরোপ, বার্লিং প্রাচীর, চিনের প্রাচীর সহাবস্থান,
আপোষ করে চলছে, তবে কে কাকে পাপোশ মতন
ব্যবহার করছে, সমাজবাদী পার্টির চেয়ারম্যান জ্ঞানী
প্রযুক্তিবিদ,  সাংস্কৃতিক ভাইরাসের  সংমিশ্রণ দিশাহারা
পথ ভ্রষ্ট যৌবন মাদক সেবন অপরাধে যৌনধর্ষণ আত্মহারা
রাজার বসন নেই, দেখেও দেখছে না ডান্ডায় ঠান্ডা মগজ
ধোলাই, প্রাক ঐতিহাসিক গোষ্ঠী দ্বন্দ্ব আজও রাজনীতিতে।
বাজার দখল চাই, ঔপোনিবেশ স্থাপন ঝামেলা পোয়োনো
সহজ নয়, তাই যেমন চলছে গণমিছিল মোকামবো খুশ হ্যায়।

No comments:

Post a Comment