শরৎ কন্যা শিউলি
শ্যামল সোম
শিউলী ফুল তুমি এত দেরীতে তুমিই আমার অনুপ্রেরণা
শিউলি ফুলের গন্ধ আসে ভেসে শেষ রাতে জ্যোৎ স্নায় মিলিয়ে যায়।
এই শরৎ এর ভোরের হালকা কুয়াশায় ঢাকা আধো অন্ধকারে নিমজ্জিত
শিশির ভেজা ঘাসে হাঁটছি দুজনে স্বপ্নের সন্ধানে কোথায়
কতদূর দুজনে পরস্পরের হাত ধরে এগিয়ে যাচ্ছি রঙিন
রঙধনুর দেশে, শোক নেই, হিংসাত্মক কর্মকাণ্ড ঘটে না,
নির্যাতন নারীদের মর্মস্পর্শী ধর্ষণ ঘটে না, রাতে কো
আর্তনাদ শোনা যায় না, যেখানে সত্যি সত্যি সম্প্রীতি
বিনষ্ট হয় নাই, যেখানে পাখিদের কাকলি শোনা যায়,
বায়ুদূষণ নেই, সবুজ সতেজ শ্যামল বরণ গাছ গাছের
সবুজ পাতা ফুল আননদে ফুটছে, গাছের গায়ে কেও
পেরেক পুঁতে বিজ্ঞাপনের মড়োক আঁটে না, নদী কুলকুল
করে বহে যাচ্ছে কেউ নদীতে নোংরা জল
আবর্জনা ফেলে না, সেখানে সবাই প্রকৃতিকে ভীষন
ভালোবাসে ঐ ভালোবাসার
ছোঁয়ায় রাঙা ওঠেছে তোমার মুখ নূতন প্রজন্ম
অলোকা তুমি নব প্রভাত তুমি আমার ----!
No comments:
Post a Comment