প্রকৃতির অভিশাপ ভারত মাতার ক্রন্দন
শ্যামল সোম
সম্প্রতি ভারতে কেরল প্রদেশে এ বিশাল
ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছে এই অকাল
সময়ে আকালে কৃষ্ণানদী জলে আগ্রাসী
ভয়ঙ্করী কৃষ্ণা নদী নারীর প্রতি সহিংসতা,
প্রতিবাদে গর্জে ওঠে নদী ভয়াবহ স্রোতে
ভেসে যায় হাজার গৃহ সংসার মৃতদেহের
স্তূপ নানা রোগে আক্রান্ত ত্রাণ শিবিরের!
প্রকৃতি প্রতি অবহেলা প্রাকৃতিক বিপর্যয়ে
নদী দূষণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিদূৎ উৎপাদন
শত বছরের পাপে তৃ খণ্ডিত ভারত মাতার অঙ্গ।
ব্যবচ্ছেদ এই মহা পাপের বোঝা বহে যেতে
হতে হবে হাজার বছরের বিদেশী শাসকদের
ষড়যন্ত্র চলছে বিভাজন নীতি অনুসরণ চলছে,
সুনামী বন্যা ভূমিকম্পে নিহত হয়েছেন তাঁদের
সম্মান প্রদর্শন করে অবসাদগ্রস্ত ও বিপদগ্রস্ত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত গৃহহীন বানবাসি সব
মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বিপদের আশঙ্কা
আছে জেনেও ভারতীয় নৌকা সেনা বায়ুসেনা,
National Dejarster Group জাতীয় বিপদকালিন
মোকাবিলা কমিটিও গঠিত কেন্দ্রীয় কার্যালয়ে
ভারতীয় রেলমন্ত্রক বিভিন্ন প্রদেশে সরকারি
প্রাথমিক নানা সাহায্যের হাত বাড়িয়ে টেনে দিয়ে
আজ এই পুণ্য পবিত্র ঈদের দিনে এটুকু প্রার্থনা
বন্যা বয়ে যায় জল ক্ষণে ক্ষণে ক্ষণে অনুকম্পা ।
No comments:
Post a Comment