কাঙালি বাঙালি জাতীয়তাবাদ ও রাষ্ট্র
শ্যামল সোম
কাঙালি এই অর্থে ব্যবহারে অনেকেই অসন্তুষ্ট হতে পারেন ক্ষমা প্রার্থনা করি
বাঙালিদের এই কাঙালের মতন অনুকরণ প্রিয়তা লক্ষ্মণ দেখা যায় নবাবি
আমলের বিলাসবহুল জীবনযাপন, ফরাশ পাতা ঐ কার্পেট গালিচা, ঢালাও
বিছানাই তাকিয়া বসরাই গোলাপ , আতর, তামাক রূপোর গড়গড়ায় তামমুক
সেবন, গহরজান বাঈজী ঠুংরি গজল ঘাগড়া ঘুরিয়ে কত্থক নাচ বাগানবাড়ি
হাজার প্রদীপের ঝাড়বাতি, কড়িকাঠে ঝোলানো লম্বা পাখা দড়ি টানছে চারজন
হরিজন বাঙালি, ফিটন গাড়ির আবদুল বাঙালি মুসলমান ঘোড়া দুটোকে খাওয়াচ্ছে।
ব্রক্ষাণ হিন্দু বাঙালী হুগলীর জমিনদার কক্তা বাবু নব্য মুসলমান বাঙালী নবাবের দোস্ত ।
কোম্পানি আমালে চতুর হিন্দু বাঙালী ঝটপট yes sir father mother you sir ইংরেজ
সাহেবের পা চাটা পদ লেহণ বাঙালির জাতির বৈশিষ্ট্যই সারা পৃথিবীতে মুসলমান বাঙালী
হিনদু বাঙালি, বৌদ্ধ বাঙালি, খৃষ্ট বাঙালীর পৃথিবীর বিভিন্ন দেশে প্রান্তিক জনগোষ্ঠীর ঐ
বাঙালিদের এই কাঙালের কাজের জন্য নিকৃষ্ট বা উত্কৃষ্ট কাজ যোগ্যতা পড়াশোনা উপরে
নির্ভর করে কেউ নাশায় স্পেস রিসার্চ সেন্টার কাজ করছে হিন্দু বাঙালী সংখ্যা বেশী।
মুসলমান বাঙালী পড়াশোনা চেয়ে ধর্মে পাঁচ বার নামায আদায় অনুশাসনের বহু কঠোর
নিয়ম কানন মেনে চলতে গিয়ে ছোটাছুটি খেলাধুলো নাচ গান আমোদ প্রমোদ ভ্রমণের
সুযোগ পেলেই হবে না, একসাথে হ্যাম বিফ বিন্দু বাঙালী ছূৎমার্গ নেই, আচার অনুষ্ঠান
ধর্মা আচরণ সততা ও সত্য নিষ্ঠার সাথে আনন্দে আত্মহারা হয়ে একবিবি নিয়ে হিন্দু
বাঙালিদের প্রগতি শীল চিন্তা ভাবনা প্রতিফলন দেখা যায় যার জন্য কোলকাতায় নির্মিত
সিনেমা সিরিয়াল নাটক দেখে, হিন্দি সিনেমার ভক্ত বাঙালী মুসলমানদের মধ্যে মুসলমান
বাঙালি নায়িকা অসাধারণ হিন্দু বাঙালী মহিলা চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন।
বাঙালিদের কর্পোরেট সেকটারে প্রাধান্য বিস্তার করেছে, হিনদু বাঙালি সংখ্যা বাড়ছে।
চলবে ক্রমশ
No comments:
Post a Comment