Saturday, 7 September 2019

রক্ত করবীর নন্দিনী

রক্তাক্ত প্রান্তরে নদীর জলে ভাসে রঞ্জনের লাশ যুগ
বিতা ধূলিসাৎ আজও শুনি হাহাকার ক্রন্দন ধ্বনি বুকে
নূতন করে জন্মনেয় আগুনের ফিনিস্ক পাখি রঞ্জন স্বপ্ন
ফিরছে জানায় আমার স্বপ্নের বৈপলবিক চেতনার মূর্তি-- সর্ব কালের স্বপ্ন নন্দিনী

মুক্ত অঙ্গনে ছশ্রই  সেপ্টেম্বর প্রথম নাটক রক্ত করবী কিছুভাবনা

পঁচাত্তর বছর বয়সে বৃদ্ধ আমি স্বপ্নবৃক্ষ প্রেমিক
রবীন্দ্রনাথের রক্ত করবী নন্দিনী সাথে বর্তমানে
অস্থির সামাজিক রাজনৈতিক দূরঃসমে অবক্ষয়ের
বিরুদ্ধে ব্যারিকেড সৃষ্টি করে চলছে এ যেন লাল ফৌজের
কন্ঠে  ফরাসী বিপ্লবের লা মারসাই ইন্টারন্যাশানাল
" অনশন বন্দি জাগো ক্রীতদাস,
" ম্যয় ভুখ সে মরনেওয়ালে,
ম্যায় মউত সে লড়নেওয়ালে,
আজাদিকা ডঙ বাজাও
ও আলোর পথ যাত্রী

বিভিন্ন নাট্য অসম্ভব সুনদর মূহুর্তে
চলমান ছবি সাথে নাটকে শেষ গান কিছু ছোট কুড়ি
যেন রঞ্জন বিপলবের প্রতীক সর্বহারাদের স্বপ্ন ফিরে আসবে,
এই প্রত্যয় নিয়ে এ প্রজন্ম এক ঝাঁক তরুন তরুনীদের
হতে পতাকা উত্তোলন করে চলেছে মিছিল
জনগণকে সাথে আমিও সম্বিত হতবাক্ বিস্ময়ে
আনন্দ নয়নে অশ্রু মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে
মুক্ত অঙ্গনে বাহিরে এসে ফেলা আসা যৌবনের স্বপ্ন যখন
ছিল বল্গাহীন মন উদ্ভাসিত হয়ে উঠলো, কুর্নিশ জানাই
বিখ্যাত স্নামধন্য নাট্য ব্যক্তিত্ব অভিনেতা পরিচালক নন্দন ভট্টাচার্য
মহাশয়কে তাঁর ঐ উত্তাল চল্লিশ ও সত্তরের মৃতযুর উপত্যকা পেড়িয়ে
আমি এক জরাগ্রস্ত জরাজীর্ণ বৃদ্ধের লাশ উদ্ধার হবে রাজপথে কখন।
নন্দন নাট্য শাস্ত্র নন্দন তত্ব পাঠ্য বিষয় ছিলো ডঃ সাধন ভট্টাচার্য তখন রবীন্দ্র ভারতীর নাট্য বিখাগের আমাদের
পরধান ছিলেন।
বহুরূপীর প্রযোজনায় রক্ত করবী নন্দিনী চরিত্রে তৃপ্তি মিত্র এর অনবদ্য দাপটে অভিনয় দেখেছি।
তবু এই নাটকের নন্দিনী যে প্রাণবন্ত সাবলিল অভিনয়ে
আন্তরিক ঘনিষ্ট আবেগ তাড়িত প্রগাঢ় ভালোবাসা প্রেম
কিশোর ও বিশুভাইয়ের প্রতি দরত স্পর্শ অভিনয় দেখে আপ্লুত মগ্নতায় ভরে গেলো মন উন্মুখ হয় রয়েছে কন্যা
তুমি অসাধারণ অভিনয় নৃত্যে নিজেকে উজার করে দিয়েছো, আশীর্বাদ শুভ কামনা রইলো নন্দিনী
তৎকালিন প্রচীন আমাদের কাছে নন্দিনী ছিলো বৈপ্লবিক পরিবর্তন সমাজ ব্যবস্থা পরিবর্তনে বিপ্লবের প্রতীক স্বরূপ ।
যিনি সমগর নাটকটি সূত্রধর নেপথ্যে সংলাপের সাথে ছন্দময়তায় নৃত্য পরিবেশন করে দর্শকের অভিজ্ঞতায়
আমার মগজে দেহের শিরায় শিরায় বহমানতার মুগ্ধতা আঁকড়ে ধরে মগ্ন হয় মন।
Title. Raktakarabi
Based on the play Rakta karabi by Rabindranath Tagore

Cast.
Nandini: Moumita Ghosh
Bishu: Shankha Dasgupta
Kishore: Projay Ghosh
Fagulal: Anirban Banik
Chandra: Sreya Maity
Gajju: deep Dey
Raja: Nandan Bhattacharya
Sardar: Projay Ghosh
Gosain: Arijit Chakraborty
Morol: Sreya Maity

Nandini 1: Diya Dasgupta
Nandini 2: Pramita Chatterjee
Others: Paromita Mistry
Pritam Halder

Voice: Ritwika Bhattacharya
Ranjan: Shuvadeep Das

No comments:

Post a Comment