শুধুই কবিতার জন্য
শ্যামল সোম
শুধুই কবিতা তোমার জন্য প্রতি বছর ফাল্গুনে
রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছে গাছে ছেয়ে আছে,থরে
থরে, লালে লাল রক্তিম সূর্যোদ্বয়ের নবিন ভোরে।
প্রতিদিন সূর্য ওঠে কবিতা শুধু,শুধুই তোমার জন্য
বৃষ্টি ভেজা, অঙ্গনে গোধূলির রঙে আকাশে আঁকা
হয় বায়ু কনা রঙধনু ধনুকের মতন কাব্যিক বিন্যাসে।
শুধুই কবিতা,আমার বিনিদ্র নির্জন রাতে, শব্দ চয়নে
চিত্রকল্পে বৃষ্টিস্নাত প্রেম শ্রাবণে ফেরে আপন আলয়ে।
কবিতা শুধুই তোমার জন্য আমৃত্যু প্রতীক্ষিত আমার
হৃদয়, তোমার জন্ম প্রেমিক আজও আলিঙ্গন রয়েছি,
পরস্পরের দিকে অপলক দৃষ্টি, ঐ ভ্রমর কালো চোখে
চোখ পড়তেই ভূমিকম্প স্পন্দন আলোড়িত দুজনার,
মন, কবিতা লেখা পড়া হয় না, তবু রয়েছো এই হৃদয়ে।
No comments:
Post a Comment