আমার নাম অয়ন শৈশব থেকেই আমার মা নয়নিকা সেনকে দেখেছি লৌহ মানবী
আত্মীয় স্বজনদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থেকে কলেজে ইংরাজী সাহিত্য পড়িয়ে,
বিভিন্ন ইংলিশ পত্র পত্রিকার সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি লেখেন সভা সমিতি
অসহায় নারীদের স্বাধিকার জন্য একটি সুপ্রতিষ্ঠিত সংস্থা সহ সভাপতি বিদুষী
মহিলা আমার মা। শৈশব থেকেই আমার পড়াশোনা ও অসুখ হয়েছিল যখন রাত
জেগে রোগে আক্রান্ত হওয়ার পর সেবা শ্রূশধরসা করতেন পরম যত্নে। বড় হয়ে
জেনেছি আমার জননীর চিরাচরিত সেই গল্প --ভালোবেসেই পরস্পরের কাছে এসে
প্রতিশ্রুতি দেন আজকের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব রতিকান্ত চৌধুরী পিতৃ পরিচয়
অস্বীকার করেছিলেন সে সময় জননী গর্ভপাত করে নির্বিঘ্নে আবার নূতন করে শুরু
করতে পারতেন অনায়াসে এবং জননীর বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে
একমাত্র শীলা মাসি ঘনিষ্ঠ মায়ের বান্ধবী দূর সম্পর্কের পিসতুত বোন আজও পাশে
আছেন।
মা শুনে প্রচন্ড রাগ করলেন দশদিন কোন কথা বললেন না।
আমিও চলে গেলাম দিল্লীতে বিশাল এক International Company তে নিজের মেধা ও
আমার ইনজিনিয়ার হিসাবে শুধু নয়, I.B.M. অমেদাবাদ থেকে পাস আউট এবং কর্মদক্ষতা
জোরে একা একাই চিৎকার নির্জন ঘরে বলতাম " YOU MR.CHOUDHURY LISTEN I WILL TEACH YOU PROPER LESSONS I WILL DRAG YOU TO THE SUPREME COURT AFTER D. N. N TEST IT WOULD BE PROOFED.
গতকাল রাতে মাকে INDIRA GANDHI AIRPORT জেনেভা যাওয়ার FLITE এ তুলে দিলাম
জননী ইউ এন ও একটি শিশু ও নারী সমাজকল্যাণ দফতরের সচিব পদে যোগ দিতে গেলেন।
আমার অবিবাহিতা জননীকে প্রণাম করলাম, উনি আমাকে জড়িয়ে ধরে কানের মুখ এনে বললেন
" আমার অয়ন তুমি জয়ী হয় "
জননীর আশীর্বাদ বৃথা যাবে না এ আমার দৃঢ় বিশ্বাস আছে।
মা গর্ভধারিণী জননীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমি সুপ্রিম কোর্টে
মামলা দায়ের করে মামলা করছি, পুলিশ সব তদন্ত রিপোর্ট পেশ করেছেন, জজ সাহেবদের নির্দেশে
পুলিশ মিঃ চৌধুরীর বক্তব্য স্বীকারুক্তি বৈজ্ঞানিক পরীক্ষা ডি এন এ পরীক্ষার জন্য শেষ পর্যন্ত নমুনা সংগ্রহ করতে পেরেছেন আগামী সপ্তাহেই মামলার রায়ের ফলাফল প্রকাশ হবে। আপনারা আমার জননীর জন্য প্রার্থনা করবেন।
Monday, 21 August 2017
অবিবাহিতা মায়ের সন্তান (অনু গল্প )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment