শুভ সন্ধ্যার তুমিই সেই আকাশের অরুন্ধতী উজ্জ্বল নক্ষত্র
বোন তোমার ঐ লিখনে কাব্যে তোমার জন্যই প্রযোজ্য ক্ষেত্র,
সবুজ অরণ্য তোমার শব্দ চয়ন ছন্দ, চিন্তন সাহিত্য শোভা
আমাকে বিমুগ্ধ করলো, বন্ধু বোন আমি ধন্য অভিনন্দন জানাই।
জন্ম জন্মান্তরের বোন
শ্যামল সোম
না না, না, নেই কোন রক্তের নিবিড় বন্ধন
ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে সে বোন
কাঁটাতারের বেড়া পেড়িয়ে বহু নদী সমুদ্র
সৈকত বেলাভূমিতে ঢেউয়ের আছড়ে পড়া
মানসিক দংশনে ক্ষত বিক্ষত হৃদয়ের বন্দর।
বন্দরেরকাল হোলো শেষ, উপড়ে ফেলি নোঙর
চলো যাই আমরা দুজন ভাই বোন মিলে ভাসাই
শৈশবের কাগজের নৌকা নয়, পালতোলা নৌকা।
তোর ঐ নাবলা সবকথা ঐ দুফোটা চোখের জলে
ভাসিয়ে দিলেম ভালোবাসারনৌকা, পাল দিয়েছি
তুলে, হাল ধরেছি শক্ত হাতে, বোন বৈঠা বাইছিস তুই
সকল বাঁধন, ছিন্ন জীর্ণ পাতা,মোদের ঝরে গেছে যত
আত্মগ্লানি অভিমান কষ্ট গিলে ফেলেছিলাম দুজনে।
গোপনে সে রাতে ওই যেদিন প্রেম ভালোবাসাকে
দিয়েছিলাম ছুটি, ঐ পালে বাতাসের বেগে আবেগে,
ঘনঘন বৈঠার ঠেলা তরতর করে এগিয়ে যাচ্ছে নৌকো।
অন্য কোথাও মন,গুন গুন করে গান গাইছে বোন তোর
সাথে গলা মিলিয়ে, " আমার মুক্তি আলোয় আলোয়
ঐ আকাশে "মেঘ, মেঘের সাথে শঙ্খচিল মন ভাসছে।
আমার বুকের ভেতর সুখের ঘরের শতকপাট খুলছে
আমার বোন দুচোখে জল, ছলছল, তাকিয়ে হাসছে।
No comments:
Post a Comment