Monday, 21 August 2017

পাগলি আমার আদরের প্রেমিকা

পাগলি আমার আদরের প্রেমিকা

শ্যামল  সোম

ওরে পাগলী সত্যিই  তোকে ভালোবেসে
আমি বিশাল সর্বনাশের ফাঁদে দিয়েছি পা,
আমার বৈরাগী মন বলে এই হাভাতের বুড়ো
পালা বাপু তোর যেখানে ইচ্ছে সেখানেই যা।
আমি ঐ কপাটের বাহিরে যেই বাড়িয়েছি পা
মিতা পেছনে থেকে ছুটে এসে পিঠে দু চার ঘা।
পিঠে মাথা রেখে পাগলীর নোনা জল থামে না,
পাগলীর চোখের জলে ভিজে যাচ্ছে পাঞ্জাবী
আমি ধমক দিয়ে বলি মিতা তুই এবার থামবি?
মিতা দু হাতে আষ্টে পিষ্ঠে জড়িয়ে কাঁদে শুধুই
বুকে মুখ ঘষছে,"যেতে দেবো না, কখনোই না।"
" দুয়ারে দাঁড়ায়ে বলে, না না না " বাজে সে সুর,
"ও মিতা ছাড় ছেড়ে দে যেতে হবেরে অনেক দূর !
ঐ চেয়ে দেখ দোরে,  অপেক্ষা করছে সেই যমদুত
বল, আমি এ পৃথিবীর মায়া কাটিয়ে যাই কি করে?
তুই যদি এ ভাবে আমাকে জড়িয়ে এই ধরে রাখিস
বাহাত্তরের বুড়োর সামর্থ নেই শেয়াল শকুনের হাত
থেকে বাঁচাই আমার আদরের পাগলি চল পালাই।

No comments:

Post a Comment