Monday, 14 August 2017

স্বাধীনতা তুমি আজ কার ?

শত শত কোটি দরিদ্র মানুষের সান্নিধ্যে দারিদ্রতা
কুশিক্ষা অশিক্ষা, কুসংস্কার, আজও ডাইনি সন্দেহে
পুড়িয়ে মারছে, বিবাহের পণের বলি শত সহস্র বধু হত্যা
নারী নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্রতার শিকার হয়,
প্রতিনিয়ত শিশু নারী কিশোরী বৃদ্ধা  প্রতি সম্মান দূরে
থাক, আত্মহনন ধর্ষনে, গণধর্ষণ বিচারে আত্ম বিসর্জন।
হে প্রিয় স্বাধীনতা তুমি কি ধর্ষকদের,মজুতদারের শোষন
কারীর, দুর্বৃত্ত, শত শত লম্পট এ লুঠ করল সত্তর বছর
বছর ধরে, স্বাধিকারের নেই অধিকার নারীর এদেশে ?
ধর্ম নিরপেক্ষ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বাক স্বাধীনতা আছে।
নেই শুধু নারীদের নিরাপত্তা অভুক্তের বুভুক্ষুর দুমুঠো অন্নের
অধিকার নেই,  নেই বাসস্থান নদীতে প্রতি বছর বন্যা হচ্ছে।
সত্তর বছরেও বন্যা নিয়ন্ত্রণ হলো না হলো না গঙ্গা দূষণ।
পরিবেশ দূষণের জন্য  আমার দেশ কি সর্বনাশের পথে?
এই স্বাধীনতা স্বপ্ন  দেখেছিলেন ক্ষুদিরাম, ভক্ত সিংহ সহস্র
শহীদের রক্তের অপরিশোদ্ধ  ঐ ঋণ রক্তের বিনিময় মূল্য
দিতে হবে নিশ্চয়ই কোন একদিন জনতার গণ আন্দোলনে।
হাজার বছরের দাসসুলভ মনবৃত্তি থেকে উত্তীর্ণ হয়ে নিশ্চয়ই
সেদিন সাম্প্রদায়িকতা নীল বিষ নীলকর সাহেব হত্যা করে
আবার মানবতার মুক্তি  যুদ্ধের রক্তাক্ত ইতিহাস লেখা হব।

No comments:

Post a Comment