Sunday, 13 August 2017

পনেরই আগস্টে চোখে আসে জল

পনেরই আগস্ট এলেই কেন চোখে আসে জল
বহু মেহনতি মানুষের চোখ কেন করে ছলছল?
শতসহস্র শহীদের রক্তের অপরিশোদ্ধ সব ঋণ
রক্তের সাক্ষ্য গ্রহণ করার  আজ আশু প্রয়োজন।
চরম উদাসিন  উল্লাসে উন্মত্ত উন্মূখ উচ্চবিত্ত,
এ স্বাধীনতা দিবস পালন শুধু আনন্দিত  চিত্ত।
বাংলাদেশে গরীব মানুষের জীবন বিষন্ন বিপন্ন
যখন বারবার স্মরণ করেন বঙ্গবন্ধুর সে ভাষণ।
আমার বুকের ভেতর সমুদ্রের  দুখের আলোড়ন,
বন্যা এদেশে ওদেশে দেশে দেশে বনবাসীর বিলাপ
সর্বত্র বন্যা বিধ্বস্ত বিপদসঙ্কুল স্রোতে ভাসছে পাপ।
খুন হত্যা ষড়যন্ত্র অভিসন্ধি জঘন্য অত্যাচার ভাষাহীন
মুক বধির স্থবির নীরবে ওদের চোখের অশ্রু বিসর্জন,
পিতৃ হারানোর ব্যথা বেদানার্ত হৃদয়ের নিয়ত  রক্তক্ষরণ।

No comments:

Post a Comment