বোন বলি শোন, গোপন এ কথোপকথন
শ্যামল সোম
আমার এত ভুলে ভরা জীবন
যাপন এ এক অসহ্য যন্ত্রণা,
এ যুগে আপনজন আর কে
মা ছাড়া আছেন যে করুনা
করেন, যার জন্য কাঁদে
আমার মন প্রাণে বিষাদ বিপন্ন।
যদিও ভুল বানান ঠিক করা
যায় বোন কবিতার খাতায়,
হঠাই ভুল সিদ্ধান্ত জীবনে নিলে
ধ্বংস অনিবার্য সে পাতায়।
ভয়াবহ অতীতকে শুধুই ক্লান্ত
জীবনে টেনে হিঁচড়ে বহে চলা,
বছর বছর অনন্ত অবিরাম,
বেকুবের মত কর্তব্য করে যাও,
প্রতি দানে শুধু ভিখিরির মতন
একাকিত্বে নিঃস্ব করে দাও।
বোন সম্ভব হল না আত্মহননের
পথে বারবার হোঁচট খেলাম,
দিনে ডাকে কাক, রাতে মন বলে
তুই কাঁদ কেঁদে চোখের জল
ফেল, হতভাগা ঐ বন্যার জলে
ডুবে মর, মরণেকে জড়িয়ে --
ধরে মন তুই গলায় দড়ি বেঁধে
পাখার আংটাতে শূন্য এ ঝুলে
পড়,বোন বিশ্বাস করো,
এখন আমার এখন আত্মহত্যা করতেও
ভীষন ভয় করে বোন,
এভাবেই কেটে যাবে শেষের কটা দিন;
বোন আমার জন্য ঈশ্বরের কাছেই
একটু সময় হলে প্রার্থনা করো।
No comments:
Post a Comment