Wednesday, 16 August 2017

ভালোবাসা শুধুই তোমার জন্য

ভালোবাসার জন্য কেন মন কেমন করে?
শুধুই তোমার জন্য আমার বেঁচে থাকা
শুধুই তোমার জন্য  সব গুছিয়ে রাখা।
শুধুই তোমার জন্য সমুদ্রের ঢেউয়ে বুকে
চড়ে আমার বহু দূরদূরান্ত ভেসে যাওয়া,
দেশান্তরে প্রতীক্ষিত মন ফিরে পাওয়া;
প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে চাওয়া।
শুধুমাত্র ভালোবাসা জন্যে পথে পথে
একাএকা উদাসী বাউলের গান গেয়ে,
ভালোবাসার জন্য শুধুমাত্র ভালোবাসা
দেওয়া নেওয়া দান প্রতিদানে সর্তে আসা,
নিমগ্ন আত্মহননের নয় ভালোবেসেই ধন্য
ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য  আবার
এই বাংলাদেশে বারবার ফিরে ফিরে আসা।

No comments:

Post a Comment