সোহিনী আজও তোমার খোঁজেই
শ্যামল সোম
একা একাই হাঁটছি এখন
আকাশের সাথেই,
সোহিনী আমরা পরস্পরের
হাতে হাত ধরেই হাঁটছিলাম,
" হঠাৎই বললে, 'সোম আসছি' "
সেই যে গেলে আর ফিরলে না,
কেন এই পলায়ন ?
সোহিনী তোমার না বলে,
আচমকা চলে যাওয়ার পর থেকেই
বিষন্নতার বিষাদে নিমজ্জিত,
মরা নদের মত স্রোতহীন।
তুমিই আমার প্রথম ও শেষ প্রেম,
আশ্চর্য জলদ প্রাণীর মতন
জল ছেড়ে একাকিত্বের
নির্বাসনের ফেরারী কয়েদী
মতন এখন দেশে দেশে পথে পথেই,
খুঁজি তোমাকেই?
ভীষণ জানতে ইচ্ছে করে কেন
হঠাৎই না বলে চলে গেলে ?
বলে গেলেই বা কি ফাল্গুনের
কৃষ্ণচূড়ার ডালে লাল কম হতো?
শ্রাবণের বৃষ্টি, বৈশাখে প্রানীত
প্রাণের অর্ঘ্য বেল কি ফুটতো না?
তোমাকে আমিতো ডাকি নাই,
আপন মনে নিজেই কাছে এসে
পূর্ণিমার চাঁদকে সাক্ষ্য রেখে
সমর্পণ ভালোবেসেছিলে,
আমাকে একেবারে নিঃস্ব
করে এ ভাবে চলে গেলে?
No comments:
Post a Comment