বন্যা প্লাবিত জীবন
শ্যামল সোম
দূর্দান্ত প্রচন্ড ঝড়ের রাতে গাছ পালা টালমাটাল
হাঁকছে সামাল সামাল! উড়ছে ঘরের টিনের চাল,
শোন বাঁধ ভাঙ্গার আওয়াজে দমকা নদীর স্রোতে।
হুড়মুড় করে ভেঙে পড়ছে গাছ, রাক্ষসী বন্যা তেড়ে
উবড়ে নিলো নেকড়ের মতন তাড়া করছে তাদের ঐ,
বানভাসি যারা আজ সর্বস্ব হারিয়ে নিঃস্ব রিক্ত সর্বহারা।
জলে ভেসে যাচ্ছে সংসার ফসল মৃত গৃহপালিত পশু
দিকে দিকে বন্যা বিধ্বস্ত শরণার্থী শিবিরে অসুস্থ বহু শিশু।
ত্রাণের সরবরাহের বরাত পাওয়ার জন্য লালায়িত ওরা।
মানুষের জীবন বিপন্ন সন্ত্রস্ত উদ্বিগ্ন নিশ্চুপ সবাই নিরুত্তর,
তখন কিছু কালো মনের মানুষ নারীদের সম্ভ্রম প্রতিনিয়ত
এভাবে অভাবে অভুক্ত বুভুক্ষুর হাহাকার ক্রন্দন নির্যাতন-
চলে,পৈশাচিক আনন্দ পাবে বন্যা কবলিত এলাকার বলে
আজ বহু প্রদেশ ঘোষিত, তবু নিশ্চিন্ত থাকে কি ভাবে লোকে?
বন্যানিয়ন্ত্রণ পর্ষদের কোন কাজ আজও কেন সফল হল না ?
No comments:
Post a Comment