আমাদের প্রিয় প্রাণের বঙ্গবন্ধুর বাংলাদেশ
শ্যামল সোম
বাংলা মায়ের বীর সন্তান জন্ম নেন,
ফরিদপুরের ভূমিপুত্র মুজিবুর রহমান।
যৌবনে থেকেই দুচোখে স্বাধীনতা স্বপ্ন,
বাংলা ভাষার আজীবন সংগ্রামী চৈতন্য
চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুগান্তকারী ঘটনি যা
ভাষার জন্য তিরিশ লক্ষ শহীদ হয়েছেন,
তিন লক্ষ মা বোন ধর্ষণে প্রতিদিন নিহত।
শোকার্ত অগাস্ট মাসে আমরা সবাই
মিলে পরম প্রভু বিশ্ব স্রষ্টা সৃষ্টি এই সেই
স্বপ্নে বাংলাদেশে কল্যাণ কামনা করি,
মঙল হোক তোমাদের বন্ধু বৃদ্ধ পাশে
আছি শরণার্থী লোকটির জনমভূমি,
শস্য শ্যামলা আমন ধানে গন্ধে মেখে
নীল নীলিমায় নীলভ আকাঙ্খাকাশে
বাতাসে মহান মুক্তিযুদ্ধের অবশেষে।
ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা
লক্ষ্য লক্ষ্য সহস্র প্রাণের আত্ম ত্যাগ।
শতসহস্র জননীর আত্মবলিদানে,
বলছো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে,
শত বাধা বিঘ্ন প্রয়োজনে এক নদী
রক্ত দান জনতার মিছিলে পুলিশের
গুলি বর্ষন নারকীয় নারী ধর্ষণ লাশ
লাশের ময়নাতদন্ত হয় নাই দাফন,
সম্পন্ন হয়েছে হয়ে ছিলো কিনা জানা
যায় নাই, উনিশশো ঊনসত্তর সত্তর
সালে এক কোটি মানুষ পরিবার এর
সাথে আতংক প্রাণ ভয়ে পালিয়ে শত
শত বেড়াচ্ছেন দেশ থেকে দেশান্তরে।
শতসহস্র ভাষা সৈনিকের আত্ম বিসর্জন
বৃথা যাবে না স্বমহিমায় উজ্জ্বল জ্যাতিস্ক
তোমার আমার প্রাণের বাংলাদেশ মনস্ক,
প্রিয় মানুষের স্বাধিকার সপক্ষে সংগ্রাম
সফলতার পথে অনেক দূর এগিয়ে যাবে।
No comments:
Post a Comment