Monday, 18 February 2019

বাংলা ভাষায় মনের কথা জানে মন

বাংলা ভাষায় মনের কথা জানে মন

শ্যামল সোম

তোমার ভাষা
আমার ভাষা,
মাতৃভাষা এই
মুখের ভাষা।
বাংলা ভাষা
ভাষ্য মতে
একটি শব্দে
আমার একই
বাঙালি সেটাই।
আসল কথায়
ফিরে আসি
মানসিক মিল
অন্ত মিল নীল
আকাশে তলে
আমরা আছি।
ভাষা দিবসে
শহীদ স্মরণে
শ্রদ্ধা মমনে
সহমর্মিতায়
সুখে দুখে
পাশে থাকা
ভালোবেসে
ভাষার বন্ধনে
আবদ্ধ হৃদয়।
এপারে শুনি
প্রতিধ্বনি গান
প্রাণ আনচান,
শতসহস্র প্রাণ
আত্মবলিদান,
ব্যথা বেদনা
অনুভবে মন
অনুরোরন হয়।
শঙ্খ চিল মন
ধায় মমনে প্রায়
গাঁথা হয়ে রয়ে
যায় হৃদয়ে এ
আয়নায় চোখ
পড়তেই তুমি
একি স্বপ্ন দেখি?

No comments:

Post a Comment