আজ নিরাশ্রয় আমি
শ্যামল সোম
বহুকাল আগে দেশ ভাগের দলিল ,
সলিল সমাধি হয়েছে বহুজনের লাশ,
সোনার বাংলায় হিন্দু মুসলমানের সে
সংঘর্ষে নিহত আহত হয়েছে অভিলাষ,
তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে
আগুন আগুনে পুড়েছে বহু ঘর বাড়ি ,
ঠাঁই নেই ঠাঁই হয় মহাশূন্যে পুণ্য পবিত্র
জন্ম নেওয়া মাতৃ জঠর মাটি উদঘাত।
ইতিহাসের পাতা থেকে উঠে ধ্বংসের
স্তূপ আছি দাঁড়িয়ে দেখছি সূর্য ডুবছে
রাজধানী পদ্মা নদী ভেঙেছে পাড় ঘর,
আপন পাড়া পড়শিরা বিশ্বস্ত নয় পর।
প্রবাসে উদ্দেশ্যে চলে শরণার্থী মিছিল,
উনিশো ছেচল্লিশ সে রক্তাক্ত কলংকিত
অধ্যায়, শিকড় ছিঁড়ে সন্ত্রাসে পলায়ণ।
শরণার্থী শিবিরে রাত্রিযাপন ভিক্ষা বৃত্তি
ঠাঁই চাই আশ্রয় খোঁজে শিয়ালদহ স্টেশন
চত্বরে লক্ষ্য লক্ষ্য শরণার্থী ভিখিরি ভাত
ভাতে লোভে ষোড়শী যুবতী শত শত তপ্ত
দেহ পাচার হয় সোনাগাছি বেশ্যা আলয়।
মাটি চাই মাটির মানুষের আকাঙ্খা প্রলয়
তাণ্ডব জমি দখলের লড়াইয়ে, রাত জেগে
জমিদারের সম্পত্তি রক্ষা পাহারাদার ষণ্ডা
গুন্ডা সাথে মোকাবিলা করে জমি দখলের
গড়ে উঠেছে বসবাস ছিন্নমূল গৃহহারা উদ্বাস্তু
আপন স্বজন হারানোর বযথা বেদনা বিষাদ
বিপন্ন আজও ভালোবাসি বাংলাদেশের স্বাদ
মাটি সোঁদা গন্ধ শিকড়ের সন্ধানে সেঁধিয়ে এই
মাটির গহ্বরে হারিয়ে যাওয়া মুহূর্ত আলিঙ্গনে
ধরতে চাইবাংলাদেশের শিমূল গাছ, অঙ্গনে
ঠাঁই চাই আশ্রয় খোঁজে ফিরি একা একা হাতে
বিদেশীর পাসপোর্ট ,বাংলাদেশে শেষ আশ্রয়
কে দেবে আমার আকাশ নদী, কাঁঠাল ছায়া
বাংলাদেশে কোথা পাই সামান্য একটু আশ্রয় ?
No comments:
Post a Comment