Saturday, 16 February 2019

লাঠি নয় মানুষের হাত ধরে আমি

লাঠি নয় মানুষের হাত ধরো আমি

শ্যামল সোম

হয়েছি বৃদ্ধ রক্তিম শিমূল পলাশ হৃদয় ,
দেশ মাতৃকাকে ভালোবেসে  মানুষের
হাত ধরে আজীবন হাঁটছি, লাঠি নয়
লাঠিতে ভয়, ধর্ম জাতপাতে লাফালাফি
লাঠা লাঠি যখন তখন দাঙ্গা পুলিশের
সারের জনতার কাটাকাটি  ফাটাফাটি।
রক্তাক্ত মানচিত্র আমি দেশভাগ ভাগে
দেশের গদি নিয়ে কাড়াকাড়ি আহত
শরণার্থী উদ্বাস্তু গৃহহারা জ্বলছে  হৃদয় 
জুড়ায় নারীদের অকৃপণ ভালোবাসায়,
বৃদ্ধের পিপাসায় তৃষ্ণার্ত মগ্ন হৃদয় চায়!
নারী মাত্র  দেশ জননী চরণ তলে আবেগ
স্বপ্ন বল্গাহীন মন আপ্লুত হয়ে হয়, বিস্ময়
অচেনা মানব মানবীর প্রেমে পড়ে তন্ময়।
কেন ধরবো লাঠি, বৃদ্ধ হয়েছি বলে লাঠি
হাতে দাঁড়িয়ে রয়েছি রাজপথে চৌমাথার
মোড়ে, শতসহস্র যন্ত্রযান ঐ দ্রুত চলমান
গাড়ি, লাঠিতে ভর দিয়ে অপেক্ষা রয়েছি,
কাছে এসে কিশোরী জননী ধরে হাত নিয়ে
চলে রাজপথের ওপারে, হাত থেকে ঘসে
গেছে লাঠি, মায়েদের বোনেদের ভাইয়ের
হাত আঁকড়ে ধরে পার হয়ে গেছি ঐ রাস্তা।
শৈশব থেকেই মা বাবার হাত ধরে হেঁটেছি,
মিছিলের সামনে, পতাকা হাতে কাঁধে চলেছি,
আজও নবদ্বীল্য থেকে কাকদ্বীপের অহল্যা
মা, উত্তাল চল্লিশে মানুষের সংগরামে সাথে
তেভাগা আন্দোলন সবাইর সাথে আত্মার
আত্মীয় মানুষের বিশ্বাস হারানো যে পাপ !
পুণ্যবান মানুষকে ধরেই হেঁটেছি, ও হাঁটবো।

No comments:

Post a Comment