কবি তুমিই আমার কবিতা
শ্যামল সোম
আমার একান্ত ব্যক্তিগত অভিপ্রায়
তোমাকে ভাবি সারাক্ষণই কাব্য ময়
মায়াবী অবিলতায় স্বরে স্বরচিত মগ্ন
মন তোমার অনন্য কাব্য কুঞ্জর নিয়ে
যাবে আমাকে ভিসা হাতে বসে আছি
সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার
এপারে আমি অধীত আগ্রহে অপেক্ষা
এবারো ফেরাবে শূণ্য হাতে ভুলে যাই,
মাফ করে দাও পঞ্চাশ বছর আগের
বাহাত্তর সালে ঢাকায় মালিবাগেএকুশের
অনুষ্ঠানে কোলকাতা থেকে মৈত্রী বন্ধনে
কবিতা পড়তে এসে হয়েছিল দেখা তখন
তুমি তন্বী তরুণী লাবণ্যময়ী বনলতা কবিতা
তোমাকে প্রথম দেখেই রূপে আবৃতি শুনে
স্বরচিত কবিতা পাঠ মধুময় কন্ঠ স্বরে
শিহরণ বহে গেল সেই জ্বলন্ত যৌবনে
টিমের আগুনে পুড়ে গেলাম অপার
ভালোবাসে ছোঁয়ায় শিহরিত এই ঢেউ।
আজ আমরা দুজনে স্বপ্ন দেখি কেউ
না আজ আর কেউ কার নয় হারানো সুর।
তুমি এখন পরস্ত্রী পেক্ষা পট পরিবর্তনের
আঁচ পাই বুড়ো বয়সে আঁকড়ে ধরতে কেন
প্রতীক্ষায় পলাতক প্রেমিক জরাজীর্ণ
পঁচাত্তর বছর বয়সে শরনারথী ঠাঁই যদি
পাই অন্তিম মুহূর্তে শ্বাস প্রশ্বাসের শেষে
থেকো পাশে নায় না ভালোবেসে মুমূর্ষু
অবস্থায় পানি দিও তুমিই আমার কবিতা।
No comments:
Post a Comment