Tuesday, 5 February 2019

নগ্ন নির্লজ্জ যৌন দহণ

নগ্ন নির্লজ্জ যৌন দহণ

শ্যামল সোম

প্রেম ভালোবাসা আশায় আশায়
সুখী দাম্পত্য জীবন যাপন, পেশায়
পোষায় না প্রাণ মন সমর্পণ কর্ম এ
উচ্চ বেতন বৈভব ফ্যাশনেবল বস্ত্র।
অস্ত্র ঐ টাকা, টাকা থাকলেই সর্বত্র
সার্থক শত্রু বন্ধু পরকীয়ায় তামাশা
নিত্য নূতন শরীরের মদের পেয়ালা
জড়িয়ে শরীর অতল গহ্বরে হারায়।
প্রেম ভালোবাসা বিবাহ বিচ্ছেদের
আছে আশংকা, ভীষণ দায় দায়িত্ব।
নিত্য নিয়োজিত প্রযুক্তি গত কাজ
কাজের প্রেম ভালোবাসা আশায়
আছি তুমি হৃদয়ের খুব কাছাকাছি,
বাজি ধরে এখনই এসো  কথা বলি ,
দরদাম করি দাম্পত্য জীবনে সুখ।
কতখানি পাবো এসো জানাই করি
শরীরের, উড্ডীন পৌরুষ পদ্মযোনি
সেঁচে আনতে পারে বারে বারে মণি
খুঁজতে অরণ্যে লতা পাতা ঝর্ণা ঝরে।
পরখ করি, এসো নির্জন নিভৃতে,ঘরে
দামি পাঁচ তারা হোটেলে রুমে উষ্ণ দেহ
চুম্বনে চুম্বন রক্তাক্ত ঠোঁট, উন্মুক্ত শরীর
উদ্যত স্তনবৃন্তে করছি লেহন ঘণ ঘণ
ঘণ্টা শিহরণে শিহরিত শিৎকার ধ্বনি
যৌন আকাঙ্খায় নগ্ন দুটিদেহর মিলন,
যৌন সুখের উল্লাসে আপ্লুত এ মগ্নতায়
বাঁধ ভাঙা বন্যায় অরণ্যে বন্য ঝর্ণা বয়।

No comments:

Post a Comment