Tuesday, 19 February 2019

সত্তরের কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড়

শ্যামল  সোম

উনিশো সত্তর সালে ভয়ঙ্কর সন্ত্রস্ত
এপারে ওপারে গুপ্ত হত্যা, খুন ত্রস্ত
প্রাণ হাতে নিয়ে পলায়ন  ইতিহাসের
পূনাবৃত্তি  মহাকালের কলস পূর্ণ হয়ে
কর্মের আগ্নেয়গিরি হতে লাফা উদ্বাস্তু
দলে দলে এক কোটি আশ্রয় খোঁজে।
উত্তাল উতপ্ত, শ্রেণী শত্রু খতম বোঝে
ক"জন, বিপ্লবের স্বপ্ন বিলাস চাড়াগাছ
বিদেশ থেকে এলে এই মাটি প্রথিত প্রথা
নেই, অচিরে মরণ, বিপ্লবের স্বপ্ন বিলীন।
ষাটে দশক সে এক মহাকালবৈশাখী ঝড়ে
দানব মেঘ দৈত্যদের মহাতান্ডবে প্রলয় রণ
লন্ড ভন্ড করে ভেঙেছে শতশত ঘর রণাঙ্গন ।
এক কোটি ঐ চাল চুলো হীন শরণার্থীদের
সাথে শিবিরে পরবাসে বাস, নরক যন্ত্রনায়;
এ প্রজন্মের কেউ কখন শোকাচ্ছন্ন নয় মরে
গেছে বোধ অকৃতজ্ঞ, অবক্ষয় দুঃসময় নয়
শোকে মুহ্যমান হয় নাকো আজ, সেই ভয়াবহ
কালবৈশাখী ঝরে লক্ষ লক্ষ  পড়ে ছিল লাশ
আপন স্বমহিমায় কাঁঠাল ছায়ায় বসবাস ফাঁস
নদীতে ছিল লাশ, লাঞ্ছিতা নারী জননীর সে
হাহাকার ক্রন্দন ধ্বনি শুনি এ বুকে উদয়াস্ত
শরণার্থী উদ্বাস্তু গৃহহারা জ্বলছে হৃদয় জুড়ে,
রাজশাহী পদ্মা নদীর ঐ চরাচরের হাহাকার।
মহানন্দে রয়েছে সবাই, একা আমিই  হুংকার
গর্জনে বকে যাই পাগলের ত্রিতাল প্রলাপ।
এলো কি ঈশান কোনে ঐ কি অশনি সংকেত
আবার কি ফিরবে কালবৈশাখী ঝড় ?দলে
হুড়মুড় করে ভেঙে পড়বে ভান্ত্রিত্বের  সাঁকো ?
দোহাই তোমাদের কাছে প্রার্থনা করি স্মরণে
রেখো, বিস্মৃত  হয়ে নাকো দেশভাগের ইতিহাস
পড়ে দেখো, সাঁকো মজবুত করে রেখো, ঐ মহা
প্রলয়ের কালবৈশাখীর ঝরে পরস্পরে হাতে
হাত ধরে বাংলা ভাষার অক্ষর মর্যাদা লড়াই
চলবে, অক্ষুণ্ণ তোমারা নিশ্চয়ই ভাই বোন রেখো।

No comments:

Post a Comment